[Chorus]
নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু'চোখ কাঁদে
[Pre-Chorus]
তোমার মতোন পুরনো ব্যথায় অন্যের হৃদয় ভাঙি
এতটা কি হৃদয়হীনা আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[Chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু'চোখ কাঁদে
[Instrumental Break]
[Pre-Chorus]
কে রাখে ঘৃণার হিসেব-নিকেশ
ভালোবাসার নামে সবই ছিল নিষেধ
কে দেখে প্রতি হাতের দাগে
অপমানের রেখায় তোমার-আমার বিবেক
ভুল ধরে চলে গেলে, ফিরেও দেখোনি
এতটা কি এলোমেলো আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[Chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু'চোখ কাঁদে
Shesh Upohar was written by Pritom Hasan & Inamul Tahsin.
Shesh Upohar was produced by Pritom Hasan.
Pritom Hasan released Shesh Upohar on Sat Apr 22 2023.