Shesh Upohar by Pritom Hasan
Shesh Upohar by Pritom Hasan

Shesh Upohar

Pritom Hasan * Track #5 On Shorgohara

The music player is only available for users with at least 1,000 points.

Shesh Upohar Lyrics

[Chorus]
নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু'চোখ কাঁদে

[Pre-Chorus]
তোমার মতোন পুরনো ব্যথায় অন্যের হৃদয় ভাঙি
এতটা কি হৃদয়হীনা আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?

[Chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু'চোখ কাঁদে

[Instrumental Break]

[Pre-Chorus]
কে রাখে ঘৃণার হিসেব-নিকেশ
ভালোবাসার নামে সবই ছিল নিষেধ
কে দেখে প্রতি হাতের দাগে
অপমানের রেখায় তোমার-আমার বিবেক
ভুল ধরে চলে গেলে, ফিরেও দেখোনি
এতটা কি এলোমেলো আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?

[Chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু'চোখ কাঁদে

Shesh Upohar Q&A

Who wrote Shesh Upohar's ?

Shesh Upohar was written by Pritom Hasan & Inamul Tahsin.

Who produced Shesh Upohar's ?

Shesh Upohar was produced by Pritom Hasan.

When did Pritom Hasan release Shesh Upohar?

Pritom Hasan released Shesh Upohar on Sat Apr 22 2023.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com