[Verse 1: Pritom Hasan]
জানি না
কার কথা শুনে
তুমি চলে গেলে
বিদায় দেয়ার সময়টুকু ছিন্ন করে
আমিও একই অভিমানে
হয়ে গেছি চুপ
শুধু তোমার মুখের হাসি
ভালোবেসে
[Pre-Chorus: Pritom Hasan]
নেই আর সুযোগ তোমার
আমাকে নতুন করে পাবার
তুমি তো বলেছিলে
"সময়ের আগে যে হারিয়ে যায় সে দামি"
[Chorus: Pritom Hasan]
পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবে না কেউ আমাকে
আমি ফিরবো না আর
তোমার এই শহরে
সেই হৃদয়হীনার ভিড়ে
কত স্মৃতি তোমায় নিয়ে
তাই ফিরবো না আর
তোমার এই শহরে
[Verse 2: Masha Islam]
কী নিয়ে?
বলো, কী নিয়ে
তুমি ডুবে ছিলে
দ্বিপ্রহরের কোলাহলের
মাঝেও একাই
আমি তাই
তোমার কথা ভেবে
মেনেছি আমারই ভুল
শত শোকের বিষণ্ণতায়
ভেসে বেড়াই
[Pre-Chorus: Pritom Hasan]
নেই আর সুযোগ কারো
ভাঙবে আমাকে আবারও
তুমি তো বলেছিলে
"সময়ের আগে যে হারিয়ে যায় সে দামি"
[Chorus: Pritom Hasan Masha Islam, Pritom Hasan & Masha Islam]
পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবে না কেউ আমাদের
পাবে না কেউ আমাদের
আমি ফিরবো না আর
তোমার এই শহরে
সেই হৃদয়হীনার ভিড়ে (হৃদয়হীনার ভিড়ে)
কত স্মৃতি তোমায় নিয়ে (স্মৃতি তোমায় নিয়ে)
তাই ফিরবো না আর
তোমার এই শহরে
[Outro: Pritom Hasan]
পালিয়ে যাবো আলোর গতিতে
পালিয়ে যাবো আলোর গতিতে
না খুঁজে আর পাবে না কেউ আমাকে
আমারে
Paliye Jabo was written by Pritom Hasan & Inamul Tahsin.
Paliye Jabo was produced by Pritom Hasan.
Pritom Hasan & Masha Islam released Paliye Jabo on Sat Apr 22 2023.