Joy Porajoy by Pritom Hasan
Joy Porajoy by Pritom Hasan

Joy Porajoy

Pritom Hasan * Track #4 On Shorgohara

The music player is only available for users with at least 1,000 points.

Joy Porajoy Lyrics

[Verse 1]
চুপ করে কি তুমি অবাক?
একা জেগে জেগে সারারাত
রেখেছো জমা অভিযোগ নিজের কাছে
ও দু’চোখ বলে দেয় সব আমায়
ভালো নেই, ভালো নেই মন তোমার
আমিহীন কে আপন বলো তোমার আছে

[Pre-Chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে

[Chorus]
জয়-পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে

[Instrumental Break]

[Verse 2]
হয় রাত যত গভীর আরো গভীরে ডুবি
পুরনো ভুলের স্মৃতিতে
আমাকে করে দিলে পর
পলকে হবে আপন ছলনার এ পৃথিবীতে

[Pre-Chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে

[Chorus]
জয়-পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে

Joy Porajoy Q&A

Who wrote Joy Porajoy's ?

Joy Porajoy was written by Pritom Hasan & Inamul Tahsin.

Who produced Joy Porajoy's ?

Joy Porajoy was produced by Pritom Hasan.

When did Pritom Hasan release Joy Porajoy?

Pritom Hasan released Joy Porajoy on Sat Apr 22 2023.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com