Morile Kandishna by Sahana Bajpaie
Morile Kandishna by Sahana Bajpaie

Morile Kandishna

Sahana Bajpaie * Track #7 On Mon Bandhibi Kemone

The music player is only available for users with at least 1,000 points.

Morile Kandishna Lyrics

[Chorus]
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়

[Verse 1]
সুরা ইয়াসীন পাঠ করিও
বসিয়া কাছায়
যাইবার কালে বাঁচি না যেন
শয়তানের ধোঁকায়
যাইবার কালে বাঁচি না যেন
শয়তানের ধোঁকায়

[Refrain]
মরিলে কান্দিস না আমার দায়

[Chorus]
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়

[Verse 2]
বুক বান্ধিয়া কাছে বইসা গোছল করাইবা
কান্দনের বদলে মুখে কলমা পড়িবা
বুক বান্ধিয়া কাছে বইসা গোছল করাইবা
কান্দনের বদলে মুখে কলমা পড়িবা রে যাদু ধন

[Refrain]
মরিলে কান্দিস না আমার দায়

[Verse 3]
কাফন পিন্দাইয়া আতর-গোলাপ দিয়া গায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায়
কাফন পিন্দাইয়া আতর-গোলাপ দিয়া গায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় রে যাদু ধন

[Refrain]
মরিলে কান্দিস না আমার দায়

[Verse 4]
দাফন করিয়া যদি কান্দো আমার দায়
মসজিদে বসিয়া কাইন্দো আল্লারই দরগায়
দাফন করিয়া যদি কান্দো আমার দায়
মসজিদে বসিয়া কাইন্দো আল্লারই দরগায় রে যাদু ধন

[Refrain]
মরিলে কান্দিস না আমার দায়

[Chorus]
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়

Morile Kandishna Q&A

Who wrote Morile Kandishna's ?

Morile Kandishna was written by .

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com