Ekhono Sei Brindabone by Sahana Bajpaie
Ekhono Sei Brindabone by Sahana Bajpaie

Ekhono Sei Brindabone

Sahana Bajpaie * Track #8 On Mon Bandhibi Kemone

The music player is only available for users with at least 1,000 points.

Ekhono Sei Brindabone Lyrics

[Pre-Chorus]
কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[Chorus]
কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[Verse 1]
আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
সখা সনে কোলাকুলি
সখা সনে কোলাকুলি রাখাল রাজে রে

[Refrain]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[Verse 2]
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
অষ্ট সখীর শিরোমণি
অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে

[Refrain]
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে

[Verse 3]
আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
কৃষ্ণ আসে সেই ছলনায়
কৃষ্ণ আসে সেই ছলনায় কদম তলে রে

[Bridge]
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
ভবা পাগলা রয় বাঁধনে
ভবা পাগলা রয় বাঁধনে মায়ার মাঝে রে

[Refrain]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[Pre-Chorus]
ও কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[Chorus]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে

Ekhono Sei Brindabone Q&A

Who wrote Ekhono Sei Brindabone's ?

Ekhono Sei Brindabone was written by .

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com