মুখে সিলমার সিলমার
এডি বার নাকি জোক মারে! দিলদার!
পাবলিক জানে কথা কামে মিল কার
আমরা থাকি আসমানে তরা বয়া ঢিল মার
যারা গেসোস রাইত দেইখা জিগা অহন দিন কার?
যেই ফিল্ডে ফিল লস জিগা ওই ফিল্ডকার?
বিল্ডিংএ ভারাইট্টা তরা আমরা বিল্ডার
আমরা গোল্ড প্লাটিনাম তরা কি? সিলভার
বিটে Snare, Byt (Bite) মারে Snake যেডি
সব এডি Audience, ভাই তগো প্লেয়ার
চামচাডির চান্দিতে ভাঙ চালু চেয়ার
চোরে চোরে মামতোভাই বার করে শেয়ার
আমগো বার ভাঙ্গে দেয়াল মনে কোনো বিভাগ নাই
যার লগে দিল লাগে তার লগে হিসাব নাই
যা কই ঠাটপাট মুহে কোনো জিপার নাই
চয় চোট্টা পিডাইলে দেশে বিচার নাই
উইয়ে বলে দেশি মারলে
তয় মইরা যাইবো বেশি মারলে
ধোউপ, এডি লয়া প্যারা নাই লগে বয়া ভাইব্রাদার
মনখুশি দেশি ঢাললে
আমি হাওয়া খাই রিকশায় অয় ঘুরে গাড়ীতে
পড়ে ওয়েস্টার্ন তয় ভাল্লাগে শাড়ীতে
তুই ডিস্টার্ব এই গেমে আনাড়ী
ব্যাক জাউরাডি জান লয়া ভাগে আমগো ঝাড়িতে
কামের আন্দাজ নাই খেয়াল থাকে নাম করায়
তর মতো badbuzz আমগো এনো কান ধরায়
ব আর ক বেটা নারায়নগঞ্জ Raw বেটা তর মতো চ
বাইন্দা খারা করাই কাঠগড়ায়
তাইলে জোড়া দিস না আমগো লগে এগুলার
এডি সিজনাল হিট আমরা রেগুলার
আমরা ভাঙ্গাচোরা ঘর দেই জুইড়া
আর তরা ওই সাপ যেডা ঘর ভাঙে বেহুলার
আসিলাম কবরে নারে ব্যাডা কোকুনে
বোম ফাডাই ওপেন তয় কাম চলে গোপনে
Killa Gang রেসিপি স্বাদ আনে নতুনের
গান কয়ডা শকুনে বাদে সব লোক হুনে
আর এডি যেনে যায় নাক হেনে কাটায়
হারামী সবগিলি খরচের খাতায়
ঘোড়াগো দৌড় চলে বলদে লাফায়
তর মতো মাতারী লই নাইগা মাথায়
খবর ল চলতাসে এদিকে কার শো!
বডিব্যাগ না তর লেইগা বাক্সো
ভাই না সব Vikings খেলবা নি আসো
আমগো সই পাঁচটাই তর মতো পাঁচশো
এতো তাপ কি রে ব্যাডা? কাগো জ্ঞান দেস?
তগোর থেইকা জ্ঞান রাখে বেশি আমগো Fanbase
বাজবো না ব্যান্ড কোনো খালি লাগবো Bandage
I'm Khabib ain't doing no handshakes
মুখে সিলমার সিলমার
এডি বার নাকি জোক মারে! দিলদার!
পাবলিক জানে কথা কামে মিল কার
আমরা থাকি আসমানে তরা বয়া ঢিল মার
যারা গেসোস রাইত দেইখা জিগা অহন দিন কার?
যেই ফিল্ডে ফিল লস জিগা ওই ফিল্ডকার?
বিল্ডিংএ ভারাইট্টা তরা আমরা বিল্ডার
আমরা গোল্ড প্লাটিনাম তরা কি? সিলভার