Baan by SnareByt (Ft. HANNAN)
Baan by SnareByt (Ft. HANNAN)

Baan

SnareByt & HANNAN * Track #5 On TOO TOXIC

The music player is only available for users with at least 1,000 points.

Baan Lyrics

আয় তগো বান দিয়া থুমু মালের বান দিয়া
নারিভুরি হাতে তর বোতা রাম দাও দিয়া
কাডিং খা চালু চালু হেন্তেনে কাম দিয়া
দরকার কি নিজের খায়া পরের লেগা জান দিয়া
তগো দেখতে লাগে পুরা সিটিং বাস
উইট্ঠা দেহি কতবরো উইয়ে সেটিংবাস
লোহা ঠেকায়া চিপারভিত্তে ফিটিংখাস
উয়ে খেলে সেইফ খেলা আমরা খেলি পুরা রাষ
ওরা সমাজে আসে তয় কোনো মেলে নাই
ওগো ওই ব্রাজিল টিম যাগো peley নাই
আমরা যেই খেলার লেইগা কোড বানাই
এইসব টুন্ডা রেপার এডি খেলে নাই
আমরা মুখ চালাই আর হাত চালাই
মাইকে মাডার পাইটুর লাশ হালাই
তাইলে ওরাই বলে সব দেশে তয়
আমরা হেনো কার বাল ফালাই
ডাইন হাতে দান বাম হাতে জাতে টের পায়না
জরায়া দরবো কেমনে হাতে বের পায়না
গরু মর্ডান সব অহন এডি ক্ষের খায়না
সোনা ডুকে কান্দা ঠিগি কিন্তু কতা যায়না
তয় কতার বিষ্ষে থাকতার তিনা বিশ্বে তুই
লেহা শুরু করলে টিক্সে থাকবিরে রিক্সে তুই
সামনে কি তর চালু যাগা পিসসে তুই
উপরে উডোস যতোই থাকবি নিচেওই
এলা এদিক আয় কিলিগ্গা ফুচ্চাস
বুজি কোন পেরা লয়া কই কি বিচ্চাস
তর খাতার কাম কই কিয়ের বলে বিলচাস
আয় আগেই ভস্কাই তরে হেশে বিলপাশ
তল পেডে ইগো লয়া দেশের ভিত্তে মিলচাস
পুরা দেশ ঘুইরা দেখ কোন জাগাত মিলপাস
আমরা অফিসিয়াল আর তরা বাইপাস
খায়া লাস কুত্তার মত বেডা যাইপাস
আমরা চাইলে খারারভিত্তে ভুয়া সবডি পরবো যায়া গারারভিত্তে
এমনেই ত চলে না লাইফ টা যাইবো তারপরে পুরা ফারারভিত্তে
বেখেয়ালি চলি কিন্তু আমগো কাম কাইজ চলে ধারারভিত্তে
করার নাই কিচছু বাংলাদেশ টাই চলে কাকা মারারভিত্তে
গ্রাম গণ্জের কুতুবপুর তে শই জুইরা পুরা মিরপুর বেডা
পিস ত দেশে বহুত আসে যায়া দেখ আসে দেশে ইন্টেক কয়ডা
বুজে নাই এহোনো উয়ে যে ওর বাপ মার করা একটা ভুলে পয়দা
মেশিন দিলে হাতে তর মাতাত নামায়া দিতাম গুলি ছয়ডা
আবার জন্ম লইতে ডরাতি তগো সভ্বাবে কয় তরা খয়রাতি
আমার জাগায় তরা থাকলে বাজান ধইরা ধইরা খালি বয়রাইতি
রাইমের এর মত জুতার লেসো টাইট
আমি মাইকে আর বিটে স্নেয়ারবাইট
তর মত কত শত হেনে প্লেয়ার কাইত
বিপদ বারবো তত যত ওইবো রাইত
ছার দিয়া দেখসি পোলাপাইত লাই পায়া যায়
মাথা খালি দেখলে নাইচ্চা খেইল্লা নাই অয়া যায়
পইরা যাবি হাতের ফাক দা মাছ ডাইক্কা লাস কেমনে শাকদা
সিন চলতাসে তয় তগো বাদ্দা খবরদার কথা কইস কথা মাপদা

Baan Q&A

Who wrote Baan's ?

Baan was written by HANNAN.

Who produced Baan's ?

Baan was produced by SnareByt.

When did SnareByt release Baan?

SnareByt released Baan on Fri Jan 20 2023.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com