[Chorus]
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
[Verse 1]
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি হৃদি-মাঝারে
তোমায় দেখেছি হৃদি-মাঝারে
ওগো বিদেশিনী
[Verse 2]
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
[Verse 3]
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী
[Outro]
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
Ami Chini Go Chini was written by Rabindranath Tagore.
Ami Chini Go Chini was produced by Rickie.
Amit Kumar released Ami Chini Go Chini on Tue Jun 24 2025.