USILA by SHEZAN
USILA by SHEZAN

USILA

SHEZAN

The music player is only available for users with at least 1,000 points.

Download "USILA"

USILA by SHEZAN

Release Date
Fri Jul 05 2024
Performed by
SHEZAN
Produced by
SnareByt
Writed by
SHEZAN

USILA Lyrics

[Intro: Taurra Safa, Mr. Judge]
ওয়ে এডি কি বাল কয়? ঠিকাসে
ওরে লিয়া আমি ভাবি-ই নি?
ওর মতো বালসাল SomRat Sij লয়া আমার *** time আছে? (হ্যাঁ)
SHEZAN রে তো তুই চিনোস-ই
তর নারায়ণগঞ্জের পোলাপান চেতলে কেমন দেহায় (হ্যাঁ)
তুই জানোস না?
গান বাইর হইসে "বিলাই চিমটি"
গানটা ভায়া তুক্ষার (হ্যাঁ)
গান টা কী? কী ভায়া গানটা? গানটা কী ক না?
উসসাই ভায়া

[Verse 1: SHEZAN]
এডির কাম উডে ওগো গানে আমার নাম লয়া
কথা ক জিব্লা আর কানাপট্টি সামলায়া
উই মালুঞ্চি, আমারে কয় মালুঞ্চি অর বালের গান হুনসি
রেকর্ড দিয়া আইসে দুইডা মাল খায়া
যত বাবাখুড়ি, নেশাখুড়ি হুনসে public তরতেই
আমার পাও ধুইয়া পানি খাইসোত Baap Mode-এর পরতেই
২৫ গিয়া ল, বড় ভাইরে লিয়া ব
তর বাপের অভাব নাইগা জাগায় জাগায় বিয়া ব
কানে তুলা দিয়া থো, চলে curfew তগো অঞ্চলে
মিরপুর ১০-এ তর বাপে আয়া শুট কইরা গেসে কোন কালে
Flop সিজ তুই সবকালে, ভালা দেখলে কারো তর জ্বলে
আমার ট্যাকায় খালি আমার নারে আরো কতজনের ঘর চলে
আঙ্গো running কারবার দেইখা খুইলা লইসোত আয়া দোকানপাট
গান বানায় তর কুত্তার পাল video-তে যাইয়া হোগা চাট
সিলি দিমু তরে bandage না, বাপের কাসে চোদার জ্ঞান দিস না
Mic-এর সামনে নিজে খাড়াইস আইয়া এনে ভাড়া করা ভোঁদাই man দিস না
কান দিস না তুই চিল্লা
গানে facts নাইগা তর চিল্লা
কত fame লাগবো তর চিল্লা
বিন্দা গেসে জুইতমত চিল্লা
বাইরে ভিতরে গেসে জুইত মত ছিল্লা, এল্লিগাই সবগিলি বিল্লা
রিজিকের মালিক আল্লাহ আর এদিক সেজান তগোর উসিল্লা
কাগোরে গেম হিগাস boy, তর same লিখা বয়
আমগো original তরে লাউড়ার Replica কয়
ইজ্জতের জাগায় ইজ্জত কিন্তু বেইজ্জতি আইলে বাপ মা'র গায়
ছাড়াছাড়ি নাই তাইলে তর বড়ভাই কেমনে ছাড় পায়?
কস পার পাবি না? ঘাউড়ামি চোদাইলে ঘার পাবি না
Boss এ না দিলে car পাবি না
সাফা মইরা গেলে bar পাবি না
পুরান চাইল ভাতে বারে কিন্তু তুইতো সুল্লি date fail
গানের ভিত্রে কস হেডমাস্টোর কাম কাইজে লাগে eight fail
কিয়ের তরে কমু ১০০ বার, তুই এক লাইনই কস ১০০ বার
দুনোভায়ে এলা retire কর ভালা কাম কাইজ দেখ সবার
Gunshot রে গানে দেইখা গাও জ্বলসে তর
সুনাম হুইনা কান জ্বলসে তর
পয়লা সাফা হেশে সেজান বেইচাই কাম চলসে তর

[Chrous: SHEZAN]
Win সবডি round ব্যাডা, bar load godown এডা
গন্জের তে town ব্যাডা, আঙ্গোরই showdown ব্যাডা
Win সবডি round ব্যাডা, bar load godown এডা
গন্জের তে town ব্যাডা, নারায়ণগইঞ্জা sound ব্যাডা

USILA Q&A

Who wrote USILA's ?

USILA was written by SHEZAN.

Who produced USILA's ?

USILA was produced by SnareByt.

When did SHEZAN release USILA?

SHEZAN released USILA on Fri Jul 05 2024.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com