তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব জুড়ে সব শূন্য শুধু বন্য
তুই নিখোঁজ অচিন পুরে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
দেখেছি যা দেখার ছিলো এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সে কি হায়
আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
ডুবে থাকিস বৃথা যত ঐ নষ্ট ভাবনায়
সিক্ত পণ্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পালটে দিতে পারি তোর চোখের ঐ রঙ
নরম রোদে ভালোবাসা পবিত্র ভীষণ
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
Tor Jonno Ami Bonno was written by Fuad.
Tor Jonno Ami Bonno was produced by Fuad.
Fuad released Tor Jonno Ami Bonno on Mon Nov 22 2010.