[Intro]
Yeah, yeah, yeah
[Verse 1]
চায়া ল দান-খয়রাত
চোখ খুইলা চাইরদিন পর বুঝে পার কয় রাত
গাল মাপে পাঁচ-ছয় হাত
মাফ চাইলে ইজ্জত
বাপ আনলে বেজ্জত বাত
বজ্জাতের বুক-পিঠ নাই, মুখ ঠিক নাই
বেজায়গায় চোখ দেস, চোখ ঠিক নাই
Option মিলায়া, টক-টুক খিলায়া
Lock মুখ হিলায়া লয় দম
মালুঞ্চি পিডাই নাই কম
চোর চিনি চোখ দেইখা
চাইল পড়া খিলাই না
দুশমনি বিলাই না
দোষ হইলে মাফ চাই না কম
সামনে দিয়া ছেরি গেলে
সালাম দিয়া খাড়ায়া যায় তোর don
হারায়া, মারায়া, সিলাইয়া থোন
আর ক্ষার মিডা কম
যেই হাত কপালে তুইল্লা সালাম দেই
ওই হাত হাউয়া দিয়া ভইরা দেই লন
বড় ভাই বেয়াদবি নিয়েন না
পয়দার পরেরতেই বিশ্ব tout
আমরা ভেল্কা বাহিনীর জম্ফা সরায়া
বাংলা rap চালাই loud
পহেলা ball ঠেক খেইলা
দুই নাম্বারি কইরা তিন নাম্বার ball-এ out
আৎখা চোখ খুইলা চাক্কির ধক মুখে লইয়া কয়
"ফাও, খাও, যাও"
হপায় যা scene দেহি, কার scene কী?
বেয়াদবি লইতাম মোহাব্বত দিয়া
যদি খোমা না চিনতি, লমু না বিনতি
মাইনষের খ্যাঁচ কিন্না লই
বাপের লগে ঝোলাবি তুই? ধারা ৩০২
কাঁকড়া, বিচ্ছু গুঁইসাপের গ্যাঞ্জামে
ট্যাকা ছিডায়া মাগনা বিনোদন লই
[Chorus]
হেডা ভইরা খাবি কি ক?
ভাগিদার পাঁচজন, খাওন এক plate
যেমনে এইডি রূপ পাল্ডায়, রং পাল্ডায়
মানুষ না এইডি snake, snake, snake, snake (hiss)
Snake, snake, snake, snake (snake)
Circle-এ মানুষ নাই, snake (hu)
Circle-এ মানুষ নাই, snake (hu)
Snake, snake, snake, snake (snake)
[Verse 2]
বিপদ বুইঝা বাপ পাল্ডায়
ছাদে গান গায় আর বালসাল খায়
খাচ্চরে চাইল খায়া চালবার চায় গুডি
চাইরদিন পর ছুটি কাটবার চায়
চাচায় চান্দি ছিলারে চিরুনি বেইচা
চুনা দিয়া চিনি দিয়া খায়
ভেল্কা ভাণ্ডারী বাইদা, ভাঙ্গারি রাইখা, কান বাকি রাইখা
তোর কপালে খোদাই কইরা লেখমু “ভোদাই”
পাকনামি যা করলি হুদাই
Joint-এর হাড্ডি খুলাই
খানদানি খেলনার মালপানি উড়াই
মামুনি আৎখা ল গরম ভাত খা
Main road-এ চাক্কা ফুডাই
লক্ষার পাক ঝাঞ্জি করবার পাকনায়
চালায়া blade, blade, blade
[Chorus]
লাগায়া snake, snake, snake, snake (hiss)
Snake, snake, snake, snake (hiss)
Circle-এ মানুষ নাই, snake (hiss)
Circle-এ মানুষ নাই, snake (hiss)
Snake, snake, snake
Snake, snake, snake, snake
Snake, snake, snake (hiss)
Snake, snake, snake, snake (hiss)
Snake, snake, snake, snake (hiss)