Towfique, Pollob Vai & Riad Hasan
Meghdol & Jahura Baul
ANIMES ROY & Daughter Of Coastal
Nandita & Ishaan
Pritom Hasan, Ghaashphoring Choir & Islam Uddin Palakar
Arnob, Ripon & Idris
Emon Chowdhury, Arfan Mredha Shiblu & Aleya Begum
Fuad, Tashfee, Murshidabadi & Shuchona Shely
Arnob, Sunidhi Nayak & Adit Rahman
Fairooz Nazifa
Bappa Mazumder & Adity Mohsin
Arnob & Hamida Banu
[Chorus: Sunidhi Nayak]
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
কবে সে আসে
সাহসা গোপনে
কবে সে আসে
সাহসা গোপনে
কবে সে আসে
সাহসা গোপনে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
[Instrumental Break]
[Verse 1: Sunidhi Nayak]
ফুলহারে বসে আছি আকুল হৃদয়ে
ফুলহারে বসে আছি আকুল হৃদয়ে
অন্বেষণে তাঁর, বিচলিত নয়নে
অন্বেষণে তাঁর, বিচলিত নয়নে
আগমনে আশে, রয়েছি যে যাতনে
আগমনে আশে, রয়েছি যে যাতনে
আগমনে আশে, রয়েছি যে যাতনে
[Chorus: Sunidhi Nayak]
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
কবে সে আসে
সাহসা গোপনে
কবে সে আসে
সাহসা গোপনে
কবে সে আসে
সাহসা গোপনে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
[Instrumental Break]
[Verse 2: Arnob]
মন হারা ভাবনায়
কার কী বা আসে যায়
একা দেখা আকাশে মেঘে স্মৃতি বায়
রঙ বেরঙে যন্ত্রণায়
রেখে যাওয়া সব কল্পনায়
ক্ষণে ক্ষণে কেঁপে উঠে অদেখা সময়
[Chorus: Arnob]
বেলা হারায় সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে
সাঁঝ কোকিলা সুরের দেশে
বলে তাহার কথা গোপনে
বেলা হারায় সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে
সাঁঝ কোকিলা সুরের দেশে
বলে তাহার কথা গোপনে
[Chorus: Sunidhi Nayak]
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
[Bridge: Sunidhi Nayak]
গা মা মা, গা পা পা
রে গা গা, রে মা মা
নে রে রে, নে রা গা
নি রে নে গা গা রে গা রে
পা মা গা রে সা
[Instrumental Break]
[Bridge: Sunidhi Nayak]
রে গা মা পা মা রে ধা
পা মা রে, পা মা গা রে নি রে গা মা
পা মা ধা মা মা ধা নি
নি নি গা রে সা নি নি নি সা
পা রে সা
[Instrumental Break]
[Bridge: Sunidhi Nayak]
মা পা ধা মা, মা পা রে
নি ধা নি মা পা, মা পা রে
গা রে গা পা, মা গা রে সা
নি সা নি সা, নি ধা মা সা
নি রে সা
পা মা গা রে, ধা পা মা ধা
নি ধা পা মা
সা নি ধা পা মা সা
সা নি ধা পা মা
[Chorus: Arnob & Sunidhi Nayak]
বেলা হারায় সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে
সাঁঝ কোকিলা সুরের দেশে
বলে তাহার কথা গোপনে
বেলা হারায় সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে
সাঁঝ কোকিলা সুরের দেশে
বলে তাহার কথা গোপনে
Shondhatara was written by .
Shondhatara was produced by Coke Studio Bangla & Adit Rahman.
Arnob, Sunidhi Nayak & Adit Rahman released Shondhatara on Sat Jul 08 2023.