Shetai Satyi Lyrics

এই বরফপাত, এই কঠিন রাত
তোমার পুরোনো অজুহাত
এই আলোর নিচে কাঁপতে থাকা
ছায়ার শিকড় ছিঁড়তে চাই

এই উল্কাপাত, এই বিশ্রী রাত
আচমকা এই গোপন আঁতাত
সব ধ্বংস হওয়ার আগেই আমি
তোমার চোখে ভিজতে চাই

আর কেউ তোমার ভাষাতে
সমুদ্রের ভালোবাসাতে
ফিরিয়ে নিয়ে গেলো তোমায়
আহত ঝিনুক সৈকতে
আর চিরাচরিত জীর্ণতায়
আমার প্রেমের তীক্ষ্ণতায়
সব রেকর্ড করা থাকবে তোমার
অন্তর্বর্তী শূন্যতায়

যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও
সেটাই সত্যি
যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও
সেটাই সত্যি
যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও
সেটাই সত্যি
যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও
সেটাই সত্যি

ছন্দপতন ঘটতে থাকে
ভাঙতে গেলে ভুল করি
আমার বয়েসের ওজন তোমার
খবর রাখা জরুরী
এই মৃত্যুমুখী শহর যেন
শূন্য মাপার কারখানা
গিলছে তোমায়, গিলছে আমায়
অন্ধকারের আস্তানা

আর এই ক্যাফেটারিয়ায়
আবার যেদিন ফেরা যায়
তোমার রুমাল মোছা ঠোঁটের
এই নিয়ম মানার বাধ্যতায়
তখন চিন্তা ঘুম মেনে নিতে পারলে না
সব রেকর্ড করা থাকবে তোমার
অন্তর্বর্তী শূন্যতায়

যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও
সেটাই সত্যি
যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও
সেটাই সত্যি
যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও
সেটাই সত্যি
যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও
সেটাই সত্যি
সেটাই সত্যি
সেটাই সত্যি

Shetai Satyi Q&A

Who wrote Shetai Satyi's ?

Shetai Satyi was written by Anupam Roy.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com