“Projapoti” is the title song to the 2011 soundtrack for the eponymous film. Composed and sung by Habib Wahid, the song also features the vocals of Kona.
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি ।
এক মুঠো জোনাকী দাও ছোড়িয়ে
আলোর চাদর দিয়ে, নাও জোরিয়ে ।
এক মুঠো জোনাকী দেবো ছোড়িয়ে
আলোর চাদর দিয়ে নেব জোরিয়ে ।
নিবির পিছুপিছু, সাধের কিছুকিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি ।
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি ।
হা হা হা হাহ....ও ও ও
হাত ধরে দুজনে চল হারাব
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো ।
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো ।
করে পাশাপাশি ,ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি ।
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে, (হা হা...)
ইচ্ছের সাত রঙ মেখে, (হা হা...)
তোমার আকাশে হব প্রজাপতি ।
Projapoti (Title Song) was written by Kabir Bakul.
Projapoti (Title Song) was produced by Habib Wahid.
Habib Wahid released Projapoti (Title Song) on Fri Sep 02 2011.