[Intro: Mc Mugz]
Ladies and gentlemen (This the hood rap)
Let me re-introduce myself (Hood, hood rap)
My name is Mc Mugz (This the hood rap, yo hood)
ওরফে বাংলা rap জগতে ঢাকাইয়া পোলা, ah, ay
[Chorus: Mc Mugz]
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর-১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
লুঙ্গি পিন্দা ঢুকে যারা ফেরত পাঠাই লুঙ্গি ছাড়া
[Verse 1: Mc Mugz]
ও, কথা হুনলে চোখে দেখবেন অল্লি-গল্লি
পুরান ঢাকার চ্যাঙরা পোলাপাইনগো যত ছল্লি-বল্লি
উই, যাই করলি ভালা করলি, টাল্লি-বাল্লি চাম্পাতলি
কানাগলি, নিমতলি, ভূতেরগলি
বেইলিরোডের snooker-এরতে, দয়াগঞ্জের sugar-এতে
চালু যাইবেন Uber-এতে
রাস্তাঘাটের hooker-এতে
রথখোলা থিকা সোজা বটতলা woofer-এতে
নিউমার্কেটের সুপারে না কলাবাগান ঘুপারেতে
আমতলী, জামতলী, চাঁনপুরের বেলতলী
ঠিক-ঠিকানা কোনসে থানা?
হক্সবাজার, কলাতলী
ফেনী থিকা নোয়াখালী, গাজীপুরতে খামারবাড়ি
চলছে গাড়ি যাত্রাবাড়ী, Mitford-তে নোয়াববাড়ি
চানখাঁরপুল আর বাগিচাতে, নতুনরাস্তা বালুরঘাটে (That's right)
কায়েতটুলি, মাহুতটুলি, টিকাটুলি,সোয়ারীঘাট
নীলক্ষেততে ঢাকেশ্বরী, উর্দু রোড আর সদরঘাটে
পলাশীরতে কসাইটুলী, পঁচাশিরতে চান্দিরঘাটে
[Chorus: Mc Mugz]
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর-১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে-? check
মাঠের ভিত্তে পাগলপাড়া লুঙ্গি পিন্দা ঢুকে যারা
[Verse 2: Mc Mugz]
007 হইসে আমগো রনির বুড়িরবাড়ি
তামক টাইনা পানি মাইরা slice কইরা ছুরি মারি
কই? ভাঁজাপোড়া, আলুরচপ আর পুরি-পারি
সন্ধ্যাবেলায় bike-এ চইরা পোলাপাইন সব ঘুড়ির গাড়ি
বেগমবাড়ি, শিববাড়ি, গোপবাড়ি dope মারি
কাপড় লইয়া পারাপারি, গোসল কইরাই তালা মারি
কলটিপা গল্লিরতে পাকিস্তান মাঠ, আলাবাড়ি
খালাতো ভাই মালয়েশিয়া, বকশীবাজার খালার বাড়ি
এইডা মামু ঢাকা, পোলাপাইন সব খা-খা
মুরগী গিলি হাঁকা, আমগো ঈদের রাস্তা ফাঁকা
রাস্তা আঁকাবাঁকা উপ্রে ঘোড়া গাড়ির চাকা
তলে পোলাপাইন কয়, “কাকা, আমরা টাকার ক্ষেত্রে পাঁকা”
৩০ দিনে রোযা, ৪০ দিনে চিল্লা কইরা
নাজিরাবাজারে যাইয়া খাইবেন বিসমিল্লাহ
শাহবাগের জাদুঘরতে লালবাগের কিল্লা (Say what?)
মিল্লা-ঝিল্লা সবটি direct কুমিল্লা
[Chorus: Mc Mugz]
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর-১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে-? check
মাঠের ভিত্তে পাগলপাড়া লুঙ্গি পিন্দা ঢুকে যারা
[Verse 3: Mc Mugz]
ও, সিরাজগঞ্জতে কুষ্টিয়ার ভেড়ামারা
ডাঙ্গেরবাজার থিকা লয়া দৌলতপুর মাঠপাড়া
গোয়ালনগর, রায়সাহেববাজার, পোস্তগোলা, গেণ্ডারিয়া
মাওয়া থিকা পাটুরিয়া, কেওরাকান্দি, দৌলতদিয়া
নারায়ণগঞ্জ পাগলাতে, কুতুবখালী কাজলাতে
Beat বাজাই speaker-এ সব কাচ কাঁপাই জালনাতে
মন্দির গল্লি থিকা মৌচাক আর বাড্ডাতে
জাউরা পোলাপাইনগো যত জানোয়ারের আড্ডাতে
ছবির প্রথম scenery, গরিব লোকের বিমারি
গণকটুলি কলোনিতে হাজারীবাগ tannery
[Bridge: Mc Mugz]
কোন এলাকায়? কোনসে থানায়?
ঠিক-ঠিকানা, কোনসে পাড়া?
জেলখানার ভিতরে যত বুড়া-বুড়ি, গুড়া-গাড়া
ভাটা মসজিদ থিকা লইয়া, ছাপড়া মসজিদ আজিমপুরে
চরে যামু পরে, পয়লা বাত্তি জ্বালা ঘরে
ফকিরাপুল পানির ট্যাংকি থিকা সোজা মুগদাপাড়া
নিতাইগঞ্জতে ঢালিপাড়া, কথা দিয়া ছবি কারা?
[Chorus: Mc Mugz]
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর-১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
লুঙ্গি পিন্দা ঢুকে যারা ফেরত পাঠাই লুঙ্গি ছাড়া
[Outro: Mc Mugz, Disc Scratch]
This, check
This the hood rap, yo, hood
Yo, check hood, hood rap
Ah, this, check this the hood rap, yo, hood
Ayo, check hood, this the hood rap
Ah, this, check this the hood rap, yo, hood
Ayo, check hood, this the hood rap
Ah, this, check this that hood rap, yo, hood
Ayo, check hood, this the hood rap, ah
Kon Se Para was written by Mc Mugz.
Kon Se Para was produced by BIHAN.
Mc Mugz released Kon Se Para on Thu Apr 11 2024.