[Intro: Taurra Safa]
ভায়া, তুই বহুত বয়ান টিকায় গেসোস
ঠিকাসে, খানকির পোলা
[Verse 1: Somrat Sij]
চড়ায় হুশ নাইগা গঞ্জের মাল দিতে আইসে জ্ঞান
গ্রামের চাচতো ভাই mic-এর সামনে gang, gang
মামায় blade boss-এই hang মাগার ভাব লইসে মোস্তফা
বেকারচোদা, হুগনা টাইনা মুরগি পুরাই, গোস্ত খা
এই হোপ! তোগো টোপের টুপি পিন্দা টপে টুম হইয়া
একের পর এক টানা টাইনা যাইগা নগদ boom হইয়া
Backup খা boom হইয়া automatic ভাঙচুর
চরকি ঘুরাইয়া scene-এ presenting মিরপুর
আবে ধোপ, ব্যাটা, আদা পড়া দিতে আইসোস দাদারে
তর মতো rapper কেজি দরে বেচে চকবাজারে
খবরের কাগজে নাম আইসে, বাবা রে!
বাংলা rap-এর সাল্লু ভাই সাইজা বইসে চামারে
ভাও দিস না ফাও ময়না পুন্দাইনা ফুসকি
নাম রাখসে চুমকি মাগার মাইনষে ডাকে ভুস্কি
তগোর এই game খেইলা আইসি ছোট বেলায়
যহন ব্যাকে ঠিক গোয়া হাতায় তোর ভাইয়ের লোহা হাতায়
[Chorus: Somrat Sij]
হোপ, ব্যাটা কান ধর, কার লগে লস টক্কর?
ধরায় লামু কানাপট্টি কথা-বার্তি ঠিক কর
হোপ, ব্যাটা কান ধর, কার লগে লস টক্কর?
ভুলায় লামু শানপাট্টি কথা-বার্তি ঠিক কর
[Verse 2: Somrat Sij]
এই কিয়ের বেডা home studio বয়ান হুনাস আমগোরে
২০১০ এ মুইত্তা আইসি তগো বন্দরত্তে, খবর লে জিয়া হলে
সেই আমলের শুরুত্তে লিয়া তোর ভাই Bangla rap ছড়ায় আইসে Bluetooth-এ
বাংলা বয়ান ঝাড়ফুঁকে
বাপের বাপ দাদা mode-এ action
তোর বড় ভাইরে mention দে
সাড়ে ১২ পোটলা হাতে ২পিস মাল zipper-তে চিপারতে
Fuel লয় চোখ খুইলা কবুতরের খোপের তে
কার কান্ধে রাইফেল আর কেডায় চালায় গুলি
জানি গুরুজি তোর গুটি গালায় বেইচা তগোর খুলি, এই
ঘোপের কথা জানা আছে কেডা আছে কার পিছে
ট্যাকা লাগবো mic কিনতে phone লাগা UK তে
কি ভায়া জমে নাই? হোগার current কমে নাই?
এইডা পাতাইন্না battle মাগার তুই তো কোনো scene-এই নাই
আয়, হিগাই তোর মাপজোখ, auto কইমা যাইবো পকপক
হুনি গান বানাস running মাগার target তোর Tiktok
এইডি সব হালায় Six shot, lean খোর লগে beat চোর
বাঘ আইসে সাধু সাইজা তলে তলে pill খোর
[Chorus: Somrat Sij]
হোপ, ব্যাটা কান ধর, কার লগে লস টক্কর?
ধরায় লামু কানাপট্টি কথা-বার্তি ঠিক কর
হোপ, ব্যাটা কান ধর, কার লগে লস টক্কর?
ভুলায় লামু শানপাট্টি কথা-বার্তি ঠিক কর
[Outro: Somrat Sij]
এই, কয়ডায় খায় গেঞ্জি বেইচ্চা, internet life-এ নাইচ্চা
কয়ডায় খায় ফেন্সি বেইচ্চা, কয়ডায় খায় MC বেইচ্চা
কয়ডায় খায় গেঞ্জি বেইচ্চা, internet life-এ নাইচ্চা
কয়ডায় খায় ফেন্সি বেইচ্চা, কয়ডায় খায় MC বেইচ্চা
Kaan Dhor (কান ধর) was written by Somrat Sij.
Kaan Dhor (কান ধর) was produced by Sami Tonmoy.
Somrat Sij released Kaan Dhor (কান ধর) on Fri Feb 02 2024.