Jonak Joley by Habib Wahid & Nancy
The music player is only available for users with at least 1,000 points.

Download "Jonak Joley"

Jonak Joley by Habib Wahid & Nancy

Release Date
Mon Feb 19 2024
Produced by
Habib Wahid
Writed by

Jonak Joley Lyrics

[Chorus: Habib Wahid]
তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে ?
ও… তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে?
নিশি রাইতে জোনাক জ্বলে, আমার ঘরে আন্ধার
তোমারও কি ভালোবাসা পুইড়া হৈছে অঙ্গার?

[Verse: Nancy]
চোখের জলে ভালোবাসার হলো একটা নদী
সেই নদীটা বুকের ভেতর বইছে নিরবধি
তোমার কাছে বলবো কী আর মায়ার জালে বাঁধলে তুমি
এখন শুধু সন্ধি করি আমার সাথে আমি

[Pre-Chorus: Nancy]
ভেঙে গেলে মন জোড়া নেয় না
ভালোবাসা কখনো তো ক্ষয় হয় না
ধীরে ধীরে বাড়ে প্রেম, অন্তরেতে তুমি
যুগে যুগে অতল তলে, খুঁজি যে আমি

[Chorus: Habib Wahid]
তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে ?
ও… তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে?
নিশি রাইতে জোনাক জ্বলে, আমার ঘরে আন্ধার
তোমারও কি ভালোবাসা পুইড়া হৈছে অঙ্গার?

Jonak Joley Q&A

Who wrote Jonak Joley's ?

Jonak Joley was written by .

Who produced Jonak Joley's ?

Jonak Joley was produced by Habib Wahid.

When did Habib-wahid-and-nancy release Jonak Joley?

Habib-wahid-and-nancy released Jonak Joley on Mon Feb 19 2024.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com