[Chorus: Barney Sku]
Yeah, প্রেমে পড়েছি আমি কতবার (কতবার)
কিন্ত এরকম ছিলো না কখনো (না, না)
কাবু করেছো আমাকে তোমার রূপে (huh!)
চাই আমি তোমার সব (সব)
রাত-দিন তোমার সাথে
বলো হবে কি আমার জান? (জান!)
অন্য ছেলেদের মতো আমি না-না-না (না)
বলে দাও আমায় মন কি যে চায়? (কি যে চায়!)
[Verse 1: ALV33]
একটা সুযোগ আমায় দাও
দিবো তোমায় আমার ভালোবাসা
তোমায় নিয়ে সারাদিন ভাবি
আমার মনে অনেক আশা
তুমি হলে চাঁদ আমি হলাম মেঘ
খেলবো তো আলো-আঁধার
আমি শুধু ভালো হতে চাই
তোমার কথায় চলে শুধু মাথায়
আমি জানি খারাপ আমি
নিচু দেখাইয়ো না এই ভালোবাসাটাকে
দূরে থাকি তবে পালন করবো তোমার সব দেওয়া আদেশ
বিপদে পড়ে ডেকো আমায় আমি আসবো সবার আগে
দিবো আমার জান তোমার হাতে
কেন বিশ্বাস করতে তোমার এত সময় লাগে?
তুমি ডাকলে হয়ে যাই হাজির
ভয় পেয়ো না হয়ে যাও রাজি
সাজাবো আমি সুন্দর কফিন
তুমি ডাকলে আসবো আজই
আমার এই মন তোমারই
মনে নাই অন্য নারী
মায়াটা কমবে না
স্বপ্নটা ভাঙিয়ো না (skrrt, skrrt)
[Verse 2: Barney Sku]
দূরে যেও না আমার জান
আমি এনে দেবো তোমায় সব
তুমি কেন ভাঙ্গো আমার মন
তুমি এটা ভেঙে কী পাও?
তুমি কেন ধরো না আমার phone?
আমায় কাটে না তো আর রাত
আমি জয় করবো তোমার মন
Baby এখন এটাই হবে আমার কাজ
[Chorus: Barney Sku]
বলো না, বলো না
বলো না, বলো না
Yeah, প্রেমে পড়েছি আমি কতবার (কতবার)
কিন্ত এরকম ছিলো না কখনো (না, না)
কাবু করেছো আমাকে তোমার রূপে (huh!)
চাই আমি তোমার সব (সব)
রাত-দিন তোমার সাথে
বলো হবে কি আমার জান? (জান!)
অন্য ছেলেদের মতো আমি না-না-না (না)
বলে দাও আমায় মন কি যে চায়? (কি যে চায়!)
বলো না, বলো না
বলো না, বলো না
JAAN was written by Barney Sku & ALV33.
JAAN was produced by Barney Sku.
Barney Sku released JAAN on Fri Aug 01 2025.