[Verse 1]
চোরাবালি মোহনায়
সত্তার ভরসায়
দাড়িয়ে আছি
ডুবে যাব না
তারকাটা সীমানা
আমার জন্য না
পেছনে ফেরা
হবে না
[Pre-Chorus]
পথের বাঁধা ভেঙ্গে দিয়ে
শত ঝড়ে আঘাত নিয়ে
শিখেছি আমি
সবই নিয়তি থেকে
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা
আমি নোনা জলে
[Chorus]
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
[Bridge]
মায়া জালে জড়িয়ে
ধোয়াশায় হারিয়ে
পেয়েছি ক্ষত দাগ জীবনে
[Pre-Chorus]
পথের বাঁধা ভেঙ্গে দিয়ে
শত ঝড়ে আঘাত নিয়ে
শিখেছি আমি
সবই নিয়তি থেকে
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা
আমি নোনা জলে
[Chorus]
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
[Verse 2]
ভেঙ্গে দিয়ে বন্ধ এ দার
সময় আমার
গড়ে নিবো ঠিকই নিজেরই হাতে
রব না বন্ধ ঘরে
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও
ছবি এঁকে যাব সত্যের প্রতিদিন
হারাবো না অন্ধকারে
[Chorus]
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
Harbo Na was written by Rakib Hasan Rahul.
Harbo Na was produced by Mark Don.
This song is dedicated to all the tough ladies out there who knows their worth and how to stand strong.
— Via Facebook