Ganga by SHEZAN
Ganga by SHEZAN

Ganga

SHEZAN * Track #0 On LAAL BATTI

The music player is only available for users with at least 1,000 points.

Download "Ganga"

Ganga by SHEZAN

Release Date
Sat Jan 25 2025
Performed by
SHEZAN
Produced by
Shezan Beatz
Writed by
SHEZAN

Ganga Lyrics

[Chorus]
আমগোর বুড়িগঙ্গার পানির থেইকা dirty flow
মাটির বাংলার খাঁটি শ্লোক
তোগোর কাছে গ্যাঞ্জাম
এইতান আমগোর কাছে party bro

[Verse 1]
গাম গালায়া সমান রাস্তায় উষ্ঠা খাইলে মাটির দোষ
অতি সইয়াল দেইখাই আজকা লাম হালায়া আঁটি চোস
ফাও খাডায়া, পঁচা হামুকে পাও কাডায়া
Future-এর bulb ফাডায়া
লোকের কাছে কান কাডায়া গেলি
আমি দুধ-কলা দেই তোরা দি বিষ ঢাইলা দিলি
তোতা হুইনা রাখ কথা অহনতে গুইন্না পড়াম শিলি
হুদাই ভেটকাইস না, দাঁত মাইজ্জা নে
তুই যে পাগল হইসোস, বাইত জানে?
উই যে যেইদিন কইলি বেঈমান ঐদিনই বুঝছি ক্যাঁচাল কনে
পাগলা, চোখে চাইলেই বুঝোন যায় কি আছে কার মনে
রাস্তায় সামনে পড়লে পলায় যাস গা pick up লইলি phone -এ?
থাক গা, যা গেসে যাউকগা, দুঃখ নাই
এডির আমগো সামনে কথা কওয়ার মুখ নাই
পায়ে পারা দা যাইবো গা
এই দেশো এইরহম কোনোখানে কোনো মার পুত নাই
পিস দা খ্যাঁচ লাগায় দিবা বাজান ওহন ওই যুগ নাই
যেশুম তোরা যাবি ডুইবা হেশুম আমরাই থাকমু হুগনায়

[Chorus]
গঙ্গার পানির থেইকা dirty flow
মাটির বাংলার খাঁটি শ্লোক
তোগোর কাছে গ্যাঞ্জাম
এইতান আমগোর কাছে party bro
গঙ্গার পানির থেইকা dirty flow
মাটির বাংলার খাঁটি শ্লোক
তোগোর কাছে গ্যাঞ্জাম
এইতান আমগোর কাছে party bro
গঙ্গার পানির থেইকা dirty flow
মাটির বাংলার খাঁটি শ্লোক
তোগোর কাছে গ্যাঞ্জাম
এইতান আমগোর কাছে party bro
গঙ্গার পানির থেইকা dirty flow
মাটির বাংলার খাঁটি শ্লোক
তোগোর কাছে গ্যাঞ্জাম
এইতান আমগোর কাছে party bro

[Verse 2]
Bar-এ bar-এ কাটে কল্লা
সুপারি কাটে যেমনে সর্তা
গানের লগদা SHEZAN
যেমন পানের লগদা জর্দা
আমগোর খাওনের নাই নখতা
পাইলে ডাইল-ভাত, আলু ভর্তা
Album বাংলা rap-এর guide book
লয় লন "একের ভিতর দশটা"
না রে ব্যাটা "একের ভিতর পাঁচশো"
কয় কাহিনী, কার show?
সময় মতো বাস্ট বোমা কাঁপে পুরা রাষ্ট্র
খেলায় আছি first-ও বাজান দেইখা যামু last-ও
খিদা লাগলে Bangla Hip-hop গিল্লা খামু আস্ত

[Verse 3]
তোর bar নাজুক, এডি bar না চলে আগুর
তুই goldfish, Killaz মাগুর
কামে হাত নাই, তর সইল্লে ঠাকুর
মাডিত হাঁটোস না, দেস আপুর
তোর brain এর নিচে হাঁটু
গিরা বাইরাই হইয়া যায় ছাতু
ডাক পারবি যেমনে লাট্টু এই ফাট্টু
গঞ্জে রঙবেরঙের scene ভায়া
নাম হুইনা যায় ঝিম খায়া
গরম সিসা বিন্দায়া দেই সাদা কাপড় পিন্দায়া
নাই রে আগের দিন ভায়া, ছিলো হাজার কুতুব এই দেশে
উড়ছে কইলাম সবাই তয় বাজান ফেরত আয় নাই যে গেসে
কেডা মরে কে বাঁচে?
শয়তান ঘুরে মাইনষের লেবাসে
দিন আনে দিনপাট
খায়া লয়া scene পাট
আমরাও কই ঠিগাছে
আর যার লগে চলি হের লেইগা গুল্লি সিনাত লইয়া লই
তুই যদি গিরা পানিত নামোস আমরাও গলা পানিত সই

[Chorus]
গঙ্গার পানির থেইকা dirty flow
মাটির বাংলার খাঁটি শ্লোক
তোগোর কাছে গ্যাঞ্জাম
এইতান আমগোর কাছে party bro
গঙ্গার পানির থেইকা dirty flow
মাটির বাংলার খাঁটি শ্লোক
তোগোর কাছে গ্যাঞ্জাম
এইতান আমগোর কাছে party bro
গঙ্গার পানির থেইকা dirty flow
মাটির বাংলার খাঁটি শ্লোক
তোগোর কাছে গ্যাঞ্জাম
এইতান আমগোর কাছে party bro
গঙ্গার পানির থেইকা dirty flow
মাটির বাংলার খাঁটি শ্লোক
তোগোর কাছে গ্যাঞ্জাম
এইতান আমগোর কাছে party bro

Ganga Q&A

Who wrote Ganga's ?

Ganga was written by SHEZAN.

Who produced Ganga's ?

Ganga was produced by Shezan Beatz.

When did SHEZAN release Ganga?

SHEZAN released Ganga on Sat Jan 25 2025.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com