Dhono Dhannye Pushpe Bhora by Dwijendralal Roy & Sagnik Sen
The music player is only available for users with at least 1,000 points.

Dhono Dhannye Pushpe Bhora Lyrics

[Chorus]
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি

[Verse 1]
চন্দ্র সূর্য গ্রহতারা
কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে জেগে

[Chorus]
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি

[Verse 2]
এত স্নিগ্ধ নদী কাহার
কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিতক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে

[Chorus]
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি

[Verse 3]
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে

[Chorus]
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি

[Outro]
ভাইয়ের মায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি

Dhono Dhannye Pushpe Bhora Q&A

Who wrote Dhono Dhannye Pushpe Bhora's ?

Dhono Dhannye Pushpe Bhora was written by Dwijendralal Roy.

Who produced Dhono Dhannye Pushpe Bhora's ?

Dhono Dhannye Pushpe Bhora was produced by Dwijendralal Roy.

When did Dwijendralal Roy release Dhono Dhannye Pushpe Bhora?

Dwijendralal Roy released Dhono Dhannye Pushpe Bhora on Sat Sep 06 2025.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com