D1207 by SHAFAYAT (Ft. Awil Ibrahim, Lazy Panda O'seven, Raihan Rudro & SkibKhan)
D1207 by SHAFAYAT (Ft. Awil Ibrahim, Lazy Panda O'seven, Raihan Rudro & SkibKhan)

D1207

Shafayat & Lazy Panda O’seven & Raihan Rudro & Skibkhan

The music player is only available for users with at least 1,000 points.

Download "D1207"

D1207 by SHAFAYAT (Ft. Awil Ibrahim, Lazy Panda O'seven, Raihan Rudro & SkibKhan)

Release Date
Fri Jul 12 2024
Performed by
ShafayatLazy Panda O’seven & Raihan Rudro & Skibkhan
Produced by
Shafayat
Writed by
Shafayat & Skibkhan & Lazy Panda O’seven & Raihan Rudro

D1207 Lyrics

[Intro: SHAFAYAT, Lazy Panda]
১২০৭, westside
Yeah, yeah, 1207, Mohammadpur
১২০৭, grrt
West side for life (baw, baw)
West side till I die

[Verse 1: Lazy Panda]
এই ল D1207 আমার ঠিকানা
চব্বিশ ঘণ্টায় নগদ বারুদ
কোনো ভেজাল জিনিস চলে না
গাড়ির চিপায় কামান fit
তোর খোমা সিধা নিশানা
Ain’t no fucking mercy
Cause I’m mothafucking Godzilla
Full তাঁর ছিঁড়া, তর মাথার ডিস ঝিরঝিরা
নাইলে চাপা কিরকিরা
পটকা নগদ দিলে পরে রাস্তা-বাসা চিনবি না
হাবিজাবি তগো scene-scenery বস্তাপচা ঘেঞ্জি মাল
গুলিস্তানের সস্তা পাইকার loss খায়া এলা ভোম ভোলা
কানের নিচে তাবলা ধিন তেরেকেটে ধিন বাজবো
কইসিলাম এইডা time bomb ভায়া সময় মতো ফাটবো
তর ভাঙা record বাজা কম, DJ ক্যাঠা? জিগায়া লন!
চিঁড়া মুড়ি ভিজায়া লন, আর কান পড়া সব হিগায়া লন
চোদনা তুই কোন চিপার don? তর বাপরে চোদা শিখাইস কম
০৭-এর ঘাটে ফুটা নাও টা তগো ভিরাইস কম
ঘরের নশু ঘরে যা তুই বয়ান ময়ান টিগাইস কম
সন্ধ্যা হইসে বাইত্তে দৌড়া বাজতাসে তর বিদায়ক্ষণ
Call me, bitch!

[Chorus: SHAFAYAT]
এইডা ১২০৭, here we keep it gangsta
তাবিজ দেইখা ভূতে লোল পারে হইয়া ল্যাংটা
ক্ষেত বাঙাল ক্ষেতে বাইন্ধা ফালায় চালাই tractor
গান বানাই, bomb বানাই, একটার পর একটা
১২০৭, here we keep it gangsta
তাবিজ দেইখা ভূতে লোল পারে হইয়া ল্যাংটা
ক্ষেত বাঙাল ক্ষেতে বাইন্ধা ফালায় চালাই tractor
গান বানাই, bomb বানাই, একটার পর একটা

[Verse 2: Raihan Rudro]
ঢাকা, ১২০৭, মোহাম্মদপুর, west side
BBC-এর tagline-এ রাজধানীর dark side
Ghetto পুরাই উসসাই আর জিন্দেগী thug life
মাগরিবের পর একলা চলতে নিষেধ করসে বাপ-মায়
বিগড়ায় গেলে scene, সবটির মাকি-চু কোনো আপন পর নাই
আয়তুল কুরসি পইড়া ফুঁ বাজান কোনো ডর নাই
যে যার হক বুঝ বুইঝা লইস এনে কোনো আমার-তোর নাই
ফাঁপর লইবো সবাই মুইতা ভাসায় নাকি বন্যায়
নামবো মাথার থিকা ভুতনাথ, রক্ত মাখা ফুটপাত
দুশমনরে দেই কুরবানী,ঈদ আমগো হুটহাট
Bleeding হওয়ার আগে কোনো ঝামেলায় নাই মিটমাট
পথে-ঘাটে ভুল কিছু দেখলেও থাহিস চুপচাপ
তাইলে ধুপধাপ গায়ে পড়বো বুঝবি না তুই কিয়ের কাপঝাপ
ভাবসাবতে বুঝছি জ্বলছে লালবাত্তি ব্যাবসার
ভেজা রুমাল ঘুমায় বাইরায়া মানুষ করসি বয়লার
Body count হুইনাই জিগায়, “ ভাইস্তা, কবর খুঁড়সোস কয়ডার?” (কী রে?)

[Chorus: SHAFAYAT]
এইডা ১২০৭, here we keep it gangsta
তাবিজ দেইখা ভূতে লোল পারে হইয়া ল্যাংটা
ক্ষেত বাঙাল ক্ষেতে বাইন্ধা ফালায় চালাই tractor
গান বানাই, bomb বানাই, একটার পর একটা
১২০৭, here we keep it gangsta
তাবিজ দেইখা ভূতে লোল পারে হইয়া ল্যাংটা
ক্ষেত বাঙাল ক্ষেতে বাইন্ধা ফালায় চালাই tractor
গান বানাই, bomb বানাই, একটার পর একটা

[Verse 3: Awil Ibrahim]
যেনের হ্যাডমই হস তুই, ঢাকা north আর south
রায়েরবাজার আইলে Ziplock কইরা রাহিস mouth
কারণ কোমরে গোঁজা থাকে কামারপট্টির লোহা-কাচা
বেশি ভাউতামি, ফটকামি করলে হারাম হইয়া যাইবো বাঁচা
নগদ private medical-এ dead body চালান আলগা কইরা কিডনি
ছেরি লইয়া পাঁচ দিন পাঁচ রাত, Bangkok, Pattaya, Sydney
ভাই-ব্রাদার hit-এ ভরা হাতেমবাগতে পুলপাড়
নিমতলিরতে পাঠ শালা, ভাগ শালা সব rule ষাঁড়
আখড়া মন্দির আইলে পাকড়ায় বকরী নামায় কতল
জাফরাবাদের থাবড়া খায়া ঘাবড়ায়া ঘুইরা নজল
Awil-এর জবানে শব্দ সত্য, সাঁকো homies, ফেলাসা ভক্ত
রক্তপাতের ওয়াক্ত এখনই, দক্ষ ছড়াকায় যখনই রপ্ত
ঘাটার ঘাট সব machine প্যাকে, কানের পাশে গালে ঠেকে
বেহেশত, দোযখ নগদ দেখে, খুল্লি কোনো যায় না back-এ
জীবন-মরণ আল্লাহ লেখে মাইনষে খালি উসিল্লা
ভট্টর, ভট্টর টেম্পু চইরা লাশ তোর নগদ বসিলা

[Chorus: SHAFAYAT]
এইডা ১২০৭, here we keep it gangsta
তাবিজ দেইখা ভূতে লোল পারে হইয়া ল্যাংটা
ক্ষেত বাঙাল ক্ষেতে বাইন্ধা ফালায় চালাই tractor
গান বানাই, bomb বানাই, একটার পর একটা
১২০৭, here we keep it gangsta
তাবিজ দেইখা ভূতে লোল পারে হইয়া ল্যাংটা
ক্ষেত বাঙাল ক্ষেতে বাইন্ধা ফালায় চালাই tractor
গান বানাই, bomb বানাই, একটার পর একটা

[Verse 3: SkibKhan]
SkibKhan on the mic, man, ১২০৭
গাবতলী ঘাবড়ায় কারণ bridge আছে বসিলাতে
ধানমণ্ডির Choco গুলো বাটে পড়লে কারে ডাকে?
ছোট ভাই শ্যামলী আর বড় ভাই লালমাটিয়াতে
কাটপট্টির লাশ ওডি body bag-এ ভরা খাটিয়াতে
Boy, we don’t give a fuck
We don’t give a fuck (What? Mohammadpur)
বর্ডারের ভিতর bro সবগুলা সর্দার
এইটা ১২০৭ পারমাণবিক blast
যেন মানসিক চাপ আর শারীরিক আঘাত
SHAFAYAT জাফরাবাদ, Awil রায়েরবাজার
মোহাম্মদপুর মানে শুধু মুস্তাকিমের চাপ না
ভুল জায়গায় বয়ান মারলে উষ্ঠা খাবি মাগনা
একের মাল বুঝবি তিন প্যাঁচে খুলে ঢাকনা
We run the underground
Panda running underdogs
তাজমহল থেইকা Rudro-র আখড়া
৬০ জন মানুষ মানে ৬০ টা রাম দা (এলাকা)
৬০টা মিল্লা শেষ করবো কামডা

[Bridge: SHAFAYAT]
ওই DJ ক্যাঠা? Beat পাল্টা ব্যাডা, ধোপ!
Mafia মোহাম্মদপুরিয়া
ওই আমার সব জালালি পোলাপানডি কই রে?
এই Mafia মোহাম্মদপুরিয়া
মোহাম্মদপুর, মোহাম্মদপুর

[Verse 4: SHAFAYAT]
Straight outta ১২০৭
এইডা ROYAL BENGAL scene-পাট
চর্বি জমলে করবি কী? ডলবি হোগায় Vim bar
পরের খুদ খায়া ঘরের দোষ ধইরা দিন পার
মুরগি বানায় চিপায় লয়া ঠেকায়া কই, "ডিম পার"
বাসুল rapper যত তগো চেনাই হয় নাই বেলনা হুদাই
বাপের আগে বাল ফালাইন্না প্যাঁচাল পারোস কেন?
মাজায় ঝুলাই ঘুরি যখন আমরা green bandana
তরা মায়ের কোলে ভিজাস তহন নানির শাড়ির ত্যানা
এই সামনাসামনি সাবাশি, পিঠ পিসে টিটকারি
ফুঁ দিমু তর ফাঁকে তুই ফ কইতে হুনবি ফিটকারী
Curfew লাইগা যায়’গা যহন ঝাওয়ালি beat ছাড়ি
আরাইল্লা ধইরা গাত উসসে-পাসসে kick মাইরা
Pick এলা খাপেখাপ, জমাইলাম মজলিস
Hip-hop-এর হিসাব-নিকাশ জানতে চাইলে phone দিস
কেডা দুই দিনের শিষ্যতে তিনদিনে পণ্ডিত
কেডা এক একে এক কেডা পাঁচ আটা ৪০

[Pre-Chorus: SHAFAYAT]
Mafia মোহাম্মদপুরিয়া
গল্লিতে বয়া বানাই গান, চালাই দেশ, কাঁপাই দুনিয়া
বাংলা rap-এর don number one, call me, “সুরিয়া”
মোস্তফার মতো থোঁতায় উড়িয়া দে ঘুরিয়া
Mafia মোহাম্মদপুরিয়া
গল্লিতে বয়া বানাই গান, চালাই দেশ, কাঁপাই দুনিয়া
বাংলা rap-এর don number one, call me, “সুরিয়া”
মোস্তফার মতো থোঁতায় উড়িয়া দে ঘুরিয়া

[Chorus: SHAFAYAT]
এইডা ১২০৭, here we keep it gangsta
তাবিজ দেইখা ভূতে লোল পারে হইয়া ল্যাংটা
ক্ষেত বাঙাল ক্ষেতে বাইন্ধা ফালায় চালাই tractor
গান বানাই, bomb বানাই, একটার পর একটা
১২০৭, here we keep it gangsta
তাবিজ দেইখা ভূতে লোল পারে হইয়া ল্যাংটা
ক্ষেত বাঙাল ক্ষেতে বাইন্ধা ফালায় চালাই tractor
গান বানাই, bomb বানাই, একটার পর একটা

[Outro: SHAFAYAT]
এই বড় ভাই!
এলাকাতে পোলাপান পাডাবি না?
Bitch, এইডা ১২০৭
Code হুইনা load, মাদারচোদ
তরা দাওয়াতেও আবি না

D1207 Q&A

Who wrote D1207's ?

D1207 was written by Shafayat & Skibkhan & Lazy Panda O’seven & Raihan Rudro.

Who produced D1207's ?

D1207 was produced by Shafayat.

When did Shafayat release D1207?

Shafayat released D1207 on Fri Jul 12 2024.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com