[Chorus]
তোর আমার জোড়া দিসনা
আমি জন্ম থিকাই শিকারী
তুই আমার প্যেরা নিসনা
মইরা গেলেও হমুনা ভিখারি
[Verse]
তোর আমার জোড়া দিসনা, হইসি লোহা পুড়তে পুড়তে
এক টুকরা বাতাস হইসি, ঘূর্ণিঝর দেখ, ঘুরতে, ঘুরতে
হাপাইনা ছুটতে,ছুটতে, হারাইনা উড়তে, উড়তে
এই Gunshot হইনাই বিক্রি লাইফে উপরে উঠতে, উঠতে
প্রতিপদে চিনি আপনজন, প্রতিবাদের দেখি ভাষণ কম
মনুষত্ব নামের আসন কম
কেন মনুষত্ব নামের আসন কম?
করছি বিক্রি, হচ্ছি বিক্রি, আত্মা শয়তান মার্কেটে
মিথ্যা যুক্তির মারপেচে, নবজাতক মরে মার পেটে
টাকা বাসা বানায় যার পেটে, সবাই টাকা ঢুকায় তার পেটে
ছাইড়া দিসে বাপ-মায়, তাই কাইরা নিসি ছুরি
আর বাঁচাইতে নিজের পেট, দেখ, তোর ফাইরা দিসি ভুঁড়ি
অভাবের কুত্তা কামরাইলে, জলাতঙ্ক না সব আতঙ্ক
স্বভাবের নাই বেইল, fail হইয়া যাইবো সবার অঙ্ক
দেখ, দেখ, সমাজ সব কাইরা নিসে, কাইরা খাই
ছাইড়া দিসে কইরা খাই
জগৎ, জগৎ কমেডি আর নগদ, নগদ মজা পাই
[Chorus]
তোর আমার জোড়া দিসনা
আমি জন্ম থিকাই শিকারী
তুই আমার প্যেরা নিসনা
মইরা গেলেও হমুনা ভিখারি
Born Hunter was written by Gunshot Player.
Born Hunter was produced by DAGA Beatmaker.
Gunshot Player released Born Hunter on Wed Sep 18 2019.