Bodle Gechi (বদলে গেছি) by Skibkhan (Ft. Niloy BHN & Trojar)
Bodle Gechi (বদলে গেছি) by Skibkhan (Ft. Niloy BHN & Trojar)

Bodle Gechi (বদলে গেছি)

Skibkhan & Niloy BHN & Trojar * Track #1 On Bangla Tape (Vol 1)

The music player is only available for users with at least 1,000 points.

Bodle Gechi (বদলে গেছি) Lyrics

[Verse 1: Skibkhan]
সত্যি বলতো তুমি জেনেও আমি মিথ্যুক
কি করে ছিলে তুমি নিশ্চুপ?
কিভাবে মানতে পারলে (বলো?)
বদলে যাবো কিভাবে জানতে পারলে?
কত কথা রেখে ভেঙেছি (ভেঙেছি)
কত স্বপ্ন দেখিয়েছি
তোমার ঘরে যাবার নামে অন্ধকারে ডুবেছি
আলোড়নে হারিয়ে আলোর সন্ধান পেয়েছি
বিশ্বাস ঘাতকতা করেও তোমার বিশ্বাস পেয়েছি

[Pre-Chorus: Skibkhan]
ক্ষমা করে দিও আমায় (Aye)
ক্ষমা করে দিও আমায় (Aye)
ক্ষমা করে দিও আমায় (Yeah)
বলো, ক্ষমা করে দিবে আমায়?

[Chorus: Niloy BHN]
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে

[Verse 2: Skibkhan]
Aye, aye, aye, listen
ভবের এই দুনিয়ায় (দুনিয়ায়)
আমি এক অন্য বেশে প্রায় শেষের পথে
অশেষ দয়ার মাঝে শোকের বশে
অবশেষে আজ আমি তোমার পথে
এই আমি ক্ষমপ্রার্থী (প্রার্থী)
তোমার পথে থাকা স্বার্থক (স্বার্থক)
বুঝিনি আমি তখন
স্বার্থপরতার লক্ষণ
মরীচিকা ভরা মায়াতে (মায়াতে)
সাময়িক ভাবে হারাতে
থাকতে পারলাম না দাড়াতে
আঁধারের মাঝে তারাগুলো আজও তাড়া দেয়
এই অন্ধকারের আনাচে
বলো, ক্ষমা করবে আমাকে?

[Pre-Chorus: Skibkhan]
ক্ষমা করে দিও আমায়
বলো, ক্ষমা করবে আমাকে?

[Chorus: Niloy BHN]
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে

[Post Chorus: Niloy BHN]
বুঝি না তো কেমন এমন হয়?
লাগে যে মনেরই ভেতর ভয়
গেছি হারিয়ে ভুলের সাগরে
চলে যাওয়ার সময় ফেরার নয়

[Outro: Niloy BHN]
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে
আমি বদলেছি তোমার জন্যে

Bodle Gechi (বদলে গেছি) Q&A

Who wrote Bodle Gechi (বদলে গেছি)'s ?

Bodle Gechi (বদলে গেছি) was written by Skibkhan & Niloy BHN.

Who produced Bodle Gechi (বদলে গেছি)'s ?

Bodle Gechi (বদলে গেছি) was produced by Trojar.

When did Skibkhan release Bodle Gechi (বদলে গেছি)?

Skibkhan released Bodle Gechi (বদলে গেছি) on Thu Mar 10 2022.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com