BAYANNO by Coldkraft
BAYANNO by Coldkraft

BAYANNO

Coldkraft

The music player is only available for users with at least 1,000 points.

Download "BAYANNO"

BAYANNO by Coldkraft

Release Date
Fri Jul 26 2024
Performed by
Coldkraft
Produced by
BIHAN
Writed by
Coldkraft

BAYANNO Lyrics

[Verse 1]
মুর্দা চিনে শকুন জবাব রক্তে মিলে জবানের
মুদ্রা চিনে মূর্খ এদিক নই আর রাস্তা return-এর
নৌকায় জলদস্যু পারি জমায় জবাই সোমবারতে
কলম ধরতে শিখছি বইলা কোপটা পড়বো তলোয়ারের
আইন আর শৃঙ্খলা পট্টি পইড়া আন্ধারে
ঘুম আইবো না চোখে যখন চিৎকার হুনবি মাঝরাতে
রক্ত দিয়া দেশটা কেনা, মালিক কারো বাপ না রে
দৈত্যর রূপে মানুষ এনে চলা লাগে সাবধানে
ভাষা দিয়া মারে মারেই করলো বোবা এরা
তাদের খিলাফ রাজপথে মা মেধা দিয়া মোকাবেলা
বীর থাকে না স্থির বেটা এক পড়লে হয় একশর পয়দা
হকের কথা প্রজার মুখে, স্বৈরাচারীর কানে সয় না
লড়াই অধিকারের, ছাত্রগো কয় রাজাকার
৬ জন বীরের পড়ল লাশ, সারাদেশে হাহাকার
দেনা-পাওনার হিসাব মিটা, খাড়া আমরা ১২ মাস
১৮ টা নামুক আবার জাগমু আমরা কাটায় রাত

[Verse 2]
অতীতের মায়াকান্না দেশবাসী আর হুনতে চায় না
বর্তমানে ফেরত আয় মাইনষে এডি গল্প খায় না
পাশে থাকার চাপা ছাড়া, চোরে চোরে মামা-ভাইগ্না
মারবি যত মারিস আমগো শহীদ হলে মরা যায় না
হেলমেট, অস্ত্র, শব্দবোমা স্বপ্নের দেশ টাই দিসে আপা
মাথা উচায় খাড়াই আমরা, দামাল ছেলের হাতে রামদা
রণক্ষেত্র না রে এডা, সারাদেশে গণহত্যা
মানবতার মায়ের দেশে জানোয়ারে মুক্তিযোদ্ধা
রুটি দিলেই পটে কুত্তা, সনদ পাইবি কেজির দরে
পইড়া-লেইখা হইবোটা কী? থাকতে যখন হইবো ডরে
স্বাধীন তাইলে হইলাম কোথায় প্রশ্ন আনলে body পড়ে
খাটতে চাইলাম দেশে রইয়া এরাই বাইরায় যাইবার বলে
রক্ত দিতে ডরায় না কেউ, হকটা সবার সমান চাই
৫২'র তে ২৪ সালের মধ্যে কোন তফাৎ নাই
মইরা গেলেও "কথা ক", আর নাইলে কোন প্রমাণ নাই
রাস্তা চাইসি নিরাপদ, ঐ রাস্তায় মরে পোলাপাইন
আমলা দেশ চালায় কতদুর তাদের যোগ্যতা
আমার ভাই আর বইনের রক্তে রাঙ্গায় দিল পতাকা
শান্তিপূর্ণ আন্দোলনরে বানায় দিলো কারবালা
হাতে যার নাই হাতিয়ার, ওই হাতেই দিল হাতকড়া

[Verse 3]
লাশ যায় না কবরে গায়েব কইরা পুলিশ case
রক্তে লেখা ইতিহাস এই আমার-তোমার বাংলাদেশ
ঘর ভাইঙ্গা বেহুলার বেহুদা ধরে বীরের বেশ
হেলমেট মাথায় দানব পেটে লাথি দিয়া ভরে পেট
দেশবাসীগো রক্তমাখা হাতে খাওয়াস পরিবার
বাপেরে কিন্তু পাপ ছাড়ে না, মনে রাখিস পরিণাম
অভিযোগের লাইগা জান যায় পয়দা লওয়াই অভিশাপ
বোবার নাকি শত্রু নাই তাই আওয়াজ তুললেই বলিদান
মেরুদণ্ড হওয়ার আগেই সন্তান মরে মায়ের পেটে
প্রশাসনও মুখ ফিরাইসে আপন নাই কেউ আমগো এনে
সাক্ষী কয়ডা করবি গায়েব? কবর ফুরায় যাচ্ছে দেশে
রক্ষা করার কথা যাগো, ওরাই হত্যাকারীর পিছে
লুইটা খাইলো একটাই জোট, আর দেশটা ফিরা আইলো না
দেখি নাই বিজয়ের মাস আর দেখলাম না স্বাধীনতা
রক্ত মাখা জুলাই দেখলাম পাঁচ-ও ওয়াক্ত জানাযা
বাইচাঁ থাকুক বাংলাদেশ আর ৫২'র ঐ চেতনা

[Outro]
৫২'র ঐ চেতনা, বাইচাঁ থাকুক
বাইচাঁ থাকুক বাংলাদেশ আর ৫২'র ঐ চেতনা

BAYANNO Q&A

Who wrote BAYANNO's ?

BAYANNO was written by Coldkraft.

Who produced BAYANNO's ?

BAYANNO was produced by BIHAN.

When did Coldkraft release BAYANNO?

Coldkraft released BAYANNO on Fri Jul 26 2024.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com