Bankas by Mc Mugz
Bankas by Mc Mugz

Bankas

Mc Mugz

The music player is only available for users with at least 1,000 points.

Download "Bankas"

Bankas by Mc Mugz

Release Date
Mon Mar 31 2025
Performed by
Mc Mugz
Produced by
BIHAN
Writed by
Mc Mugz

Bankas Lyrics

[Intro]
হোপ, feels like a brand-new day (Aha)
Reppin’ DHK all the way
Y’all already know what it is (Uh)
It’s about to be a nasty situation
That boy BIHAN on the track
(Check me out, Mc Mugz)
We ‘bout to dropping like this, yo
Word up, ayo

[Chorus]
আব্বে Bankas
Chocolate চোখে পিন্দা sunglass
তার মায়রে আমি-
লুঙি পিন্দা film-এর ভিত্রে পান খাস
হেই, ১২ মাস একই পুরান গান গাস
আর কমদামী ঘাস-পাশ
সব মাথার ভিত্রে লয়া বাজা পুঙ্গি
Old town-এর হাবভাব আর ভঙ্গি
বেডা মাইনষের নিচের লুঙি
ছেম্রি মাইনষের নাকি চুঙ্গি, আঃ!
মসজিদ আর মাদ্রাসা, মন্দিরতে
রিকশাওয়ালার ঘণ্টিরতে
পকেটমাইরের ফন্দিতে

[Bridge]
Oh shit, It’s about to be a nasty situation
Y’all already know what it is
One of the illest emcees on the microphone
To represent Bangladesh

[Verse 1]
আব্বে, গুমখার মাক্ষি
চোরের গোয়া মারি, ছ্যাচ্ছর!
তগো melody সব pattering
Ice-cream-এর saccharine
জিন্দেগী buffering আর
Lowest in the summery
ঢোল পিটায় ফালাফালি
ছাদের উপ্রে বালাবালি
আটটারতেই ঢালাঢালি
আর ভোর রাইততে গালাগালি
Lightman-রে ডাকা
বাত্তি-বুত্তি নিভা
Hardcore flovour
Lyrics bomb আর room shaker
Midnight sleeper দেশি gatekeeper
Slash বাংলা-rap এর teacher
Solo গানে কম feature
কাঁটা তাঁরের বেড়ার থিকা পোলার মুখে bandana
মাথার উপ্রে fit কইরা বহায় থুমু antenna
ডাকাতিতে কমলাপুরের কাবাডি
আর বকরির ঈদের time-এ দেখবেন মোল্লার হাতে চাপাটি
ক্যা চিনায় দিসি ঘুইরা খা, ঝাওইয়ালি গান ঝাউলি
গান হুইনাই auto বামে ভেসপা মারে বাউলি
জটা চুলে বাজায় bangla rap গান MC মাউলি
আমগো old town-এর কাওয়ালিরে slang-এ ডাকি কাউলি

[Chorus]
আব্বে Bankas
Chocolate চোখে পিন্দা sunglass
সব ঢাকাইয়ার part লয়া film-এর ভিত্রে পান খাস
হেই, ১২ মাস একই পুরান গান গাস
আর কমদামী ঘাস-পাশ
সব মাথার ভিত্রে লয়া বাজা পুঙ্গি
Old town-এর হাবভাব আর ভঙ্গি
বেডা মাইনষের নিচের লুঙি
ছেম্রি মাইনষের নাকি চুঙ্গি, আঃ!
মসজিদ আর মাদ্রাসা, মন্দিরতে
রিকশাওয়ালার ঘণ্টিরতে
পকেটমাইরের ফন্দিতে

[Verse 2]
ঢাকাইয়া সোব্বাসি
বাকি সবডি লাউড়া দাসী
দেখতে লাগে গরু-খাসি
নাম রাখসে তুলা রাশি
তার মায়রে দৌড়াই আমি বড় শয়তান
এদিক Degree-র উপ্রে degree লয়া বানাস লোহার ময়দান
Brother from another mother, signal বাত্তি radar
জুতা পিন্দা Bata-র জন্ম থিকা ghetto gutter
তলে তলে plane চলে
লাওয়ারিশ সব আবার বলে
পাগলপাড়া দলে দলে
কেজি কেজি সিদ্ধি ডলে
একের ভাও গুড়িয়া খাও
২০০ টাকার পুরিয়া খাও
আগান-বাগান, আইডি-ভাইডি
দেশ বেইচা উড়িয়া যাও
Tight পরসে কারা?
হপায় size বাড়সে জামার
শালার হাস-মুরগির খামার বানায়া
Flow মারোস আমার
কারে হিগাস ভূগোল?
কথা-বার্তি মুঘল
চুগলখোরের যুগলগিলির
বাপে দিসে দখল
Root Bangla clan দিয়া কাঁপাই তগো মহল
Direct সতর্কতা জারি কইরাই রাস্তায় মারি টহল

[Chorus]
আব্বে Bankas
Chocolate চোখে পিন্দা sunglass
সব ঢাকাইয়ার part লয়া film-এর ভিত্রে পান খাস
হেই, ১২ মাস একই পুরান গান গাস
আর কমদামী ঘাস-পাশ
সব মাথার ভিত্রে লয়া বাজা পুঙ্গি
Old town-এর হাবভাব আর ভঙ্গি
বেডা মাইনষের নিচের লুঙি
ছেম্রি মাইনষের নাকি চুঙ্গি, আঃ!
মসজিদ আর মাদ্রাসা, মন্দিরতে
রিকশাওয়ালার ঘণ্টিরতে
পকেটমাইরের ফন্দিতে

[Outro]
ঘাড় ফাটা খায়া মাথার তাঁরকাঁটা
আব্বে, ভোলপুরের নল কাটা
Daily চলে বিড়ি পাতা
We be them root boy danda-ta
দেশি বাংলা Bambaataa
Bassline শুইনাই কান ফাটা
ঘাড় ফাটা খায়া মাথার তাঁরকাঁটা
আব্বে, ভোলপুরের নল কাটা
Daily চলে বিড়ি পাতা
We be them root boy danda-ta
দেশি বাংলা Bambaataa
Bassline শুইনাই কান ফাটা

Bankas Q&A

Who wrote Bankas's ?

Bankas was written by Mc Mugz.

Who produced Bankas's ?

Bankas was produced by BIHAN.

When did Mc Mugz release Bankas?

Mc Mugz released Bankas on Mon Mar 31 2025.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com