Bandana by SHEZAN
Bandana by SHEZAN

Bandana

SHEZAN * Track #5 On OUTLAWZ - The First Chapter

The music player is only available for users with at least 1,000 points.

Bandana Lyrics

[Intro]
Yeah, we run this shit
You already know
SHEZAN

[Chorus]
ভাতিজা হেনো কী? আগে যা
ঝামেলা বামে রাখ, কামে যা
ক পারলে কার উপর খার কেডা?
কপালে পাড় পড়লে কার কেডা?
চাইটা না, খাইটা খা, দিন থাকতে হাঁইটা যা
ল Hip-hop বাইটা খা, ল Hip-hop ঘাইটা খা
বাংলা rap A to Z solid দেখ ভাঙা না
মাজাতে Machine আর মাথাতে Bandana
ভাতিজা হেনো কী? আগে যা
ঝামেলা বামে রাখ, কামে যা
ক পারলে কার উপর খার কেডা?
কপালে পাড় পড়লে কার কেডা?
চাইটা না, খাইটা খা, দিন থাকতে হাঁইটা যা
ল Hip-hop বাইটা খা, ল Hip-hop ঘাইটা খা
বাংলা rap A to Z solid দেখ ভাঙা না
মাজাতে Machine আর—

[Verse 1]
উইড়া তর খোমাতে kick, Bruce Lee shit
বেডা passion? না এডি তর সুল্লির kick?
তগো মাহফিলে চলে কি? ভুল জিকির
পাবলিক জুতা মারবো পলা জলদি
না বুঝলে হুনলি কি আবার জিগা
দেহোস নাই ফাঁদ তুই দেহস চিপা
ফাকুচি গানে কেউ হইবো না ফিদা
সিধা না বুঝলে আয় বুঝাইবো trigger
ওরা চায় মারতে I'm still in the hood
Nobody nobody fuck with my crew
ভাইলোগ সব পাগল মাথায় নাইগা screw
মারবো কে কোনদা তুই পাবিনা clue
কাহিনী পুরানই দেখ নয়া রুপ
মাতালি করলে তর মার খালি বুক
এগিলি বাচালি হুনাইলে পাঁচালি
চাপাতে কাটারী চালাইলে চুপ
ল তাইলে বাতিল বয়ানবাজি থুইয়া তুই ভাগ
একহাত পড়লে তহন চাবি দুইহাতে মাফ
তালা দুই কানে তব্দা তর দুইগালে ছাপ
দুইডা মিনিটে তর উপর দুইমাসের চাপ
তুই চুইয়া rapper আমরা তর মতো
দশ বিশটা ঘাড়ায়া হালায়া থুইয়া rapper
লয়া weak bar এডি সব কুইড়া rapper
আয়া উইড়া বারোঘাটে হুইয়া rapper
বান্দি খাইতে চায় সবি অর miss নাই
যে কেউ ডাক দিলে উইঠা যায় বিছনায়
মূর্খ পড়াই মাগনায় কোনো fees নাই
খুইজা দেখ আমগো মতো আর চিজ নাই
ক দেহাস জিদ কিয়ের?
আগে বাড় তুই বেডা chicken ক তর লগে beef কিয়ের?
পাইটু পিডাইলে কই যাইবো heat তর?
শইল্যের খার মিডানের আগে ক meet কিয়ের?

[Chorus]
ভাতিজা হেনো কী? আগে যা
ঝামেলা বামে রাখ, কামে যা
ক পারলে কার উপর খার কেডা?
কপালে পাড় পড়লে কার কেডা?
চাইটা না, খাইটা খা, দিন থাকতে হাঁইটা যা
ল Hip Hop বাইটা খা, ল Hip Hop ঘাইটা খা
বাংলা rap A to Z solid দেখ ভাঙা না
মাজাতে Machine আর মাথাতে Bandana

[Verse 2]
ল এলা চিন্তা কর
কয়ডা মিত্র হেনে? কয়ডা মীরজাফর?
ভিতরে নাইগা কোনোরকম বিদ্যা তর
বেডা মনের ভিত্রে ভরা হিংসা তর
নিজের আওয়াজ নাই তুই মারা lip sync
খাসলতের কারনে খায় এডি খিস্তি
দেখ আমরা কুত্তারে খাওয়াই তর পিস টিস
Wrong Side এর পোলাপাইন চোদেনা sneak diss
আইলো কি যুগ! সবি দি খারাপি!
নসুরে যেনে পাবি হেনেই ঘাড়াবি
গলি থেইকা কলিকাতা গিয়া বাজাবি
তুই বেটা বলির পাঠা আমি কাপালিক
এই পোলাপান ঝোলা বান ভাগ হেনতে
খোঁচাইস না বাইরাইবো মৌমাছির ঝাঁক হেনতে
আয়া দেখ খেলা হিগাইতাসে কারে কে!
রাখে যদি খোদা বাচায় তয় মারে কে!
খাওন পাইবো না কেউ খেজি মাইরা
এদিক সাপ মারি আমরা বেজি ছাইড়া
এডি Date fail কেলাসে Test fail
উই আইতে পারে নাই অহনো K.G ছাইড়া
যাগা খাড়াইস না তুই হেনো আগে বাড়
আগে আইবো যে অয় খাইবো আগে পাড়
দেখ কইলজা কাপে অগো নামে কার
কানে Curfew তগো আমার কামে ধার
ক খাড়া গান বুঝোসকি বেডা?
ভাড়া টারা খাটোস তুই ভুসকি বেডা
যদি খালি কমায়া চুষতি, নিজেরে খুজতি তাইলে তুই বুঝতি
কেডা কাপায় লয়া বিল্ডিং তে বস্তি
কিরে তুই কস কী?
Rap-এর আখড়ায় আমরা পালোয়ান কুস্তি খেলি
বাঁইচা থাকতে এগিলি মইরাও পাইবো না স্বস্তি বেডা

[Chorus]
ভাতিজা হেনো কী? আগে যা
ঝামেলা বামে রাখ, কামে যা
ক পারলে কার উপর খার কেডা?
কপালে পাড় পড়লে কার কেডা?
চাইটা না, খাইটা খা, দিন থাকতে হাঁইটা যা
ল Hip-hop বাইটা খা, ল Hip-hop ঘাইটা খা
বাংলা rap A to Z solid দেখ ভাঙা না
মাজাতে Machine আর মাথাতে Bandana

Bandana Q&A

Who wrote Bandana's ?

Bandana was written by SHEZAN.

Who produced Bandana's ?

Bandana was produced by Shezan Beatz.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com