BALLIN by ALV33
BALLIN by ALV33

BALLIN

ALV33

The music player is only available for users with at least 1,000 points.

Download "BALLIN"

BALLIN by ALV33

Release Date
Wed Nov 06 2024
Performed by
ALV33
Produced by
Arik Ahmed
Writed by
ALV33

BALLIN Lyrics

[Intro]
Yeah, yeah, yeah
Yeah, yeah, yeah
Yeah, yeah, yeah
Yeah, yeah, yeah
Yeah, yeah, yeah
Yeah, yeah, yeah (Oh)

[Chorus]
আছে কানে একটা earring, 50k পকেটে, মেয়েরা আমার জাপানি
তুমি চলে যাবে আমাকে ছেড়ে আমি এটা কখনো ভাবিনি
গেছে অনেক মানুষ আমায় ছেড়ে ব্যথা পেয়ে তখনও থামিনি
আমি অনেক লোকের ভিড়ে থাকার পরে তোমার মূল্য আমি মাপিনি

[Verse 1]
আমার feeling কাজ করতো, জানতাম না এসব যে এতটা সাময়িক
আমি সুখ চাই জীবনভর্তি তাই পাশে আমার খারাপ লোক রাখিনি
আমি সিদ্ধান্ত নেবো যে তোমাকে চাই না আর হাতে আছে পঁচাশি
আমি ডায়েরি তে লিখেছি তোমায় না পাওয়ার পর ভালো আর বাসিনি
খারাপ লাগতো যখন ভালো লাগতো তোমার ওই চাহনি
ছিলো ১ হাজার সুযোগ তুমি আমাকে এভাবে চাওনি
আমি যেভাবে তোমাকে চাইছি তুমি আমাকে সেভাবে চাওনি
আমি যেভাবে তোমাকে রাখতাম তুমি আমাকে সেভাবে রাখোনি

[Verse 2]
আমার চোখ দুটো এখন তো নীল না এখন লাল থাকে
আমার মেয়েটাও এখন আমার সাথে থাকে না রে
আমার বন্ধুরা সবাই shooter তারা তো সাথে থাকে
টাকা দিয়ে উঠাই নিসি case, কেউ এখন সাজে না gay
Feeling নেই আমার তো মনে তুমি তো জানো
আমার টাকাটা বেশি আছে
আমার সাথে একটু গাঁঞ্জাটা বসে তো টানো
আমি রাস্তাকে চালাই, হ্যাঁ, ভেঙে দেই rule
আমার অনুভব হয় আমি দানব
কামাই এত টাকা পয়সা আমি, পৃথিবী সম্মান দেয়
ভয় পেয়ে চলে এই মানব
আমি কথা তো বলি না side কেটে চলি আর ফুর্তিতে থাকি আমি আজও
জানি এখন আমায় তুমি না পাওয়ার পরে বন্ধুদের নিয়ে তো নাচো
আমার ভয় লাগে অনেকটা হিংসা মানুষ আমায় ঘৃণা করে দেখে কাপড়
প্রেমের কথা ভুলি, ২ minute পরে আমি পরকে বানাই ফেলি আপন

[Pre-Chorus]
আমি কাউকে বানাই না আর আপন
আমি চাই না করো আবার back
যদি ভেবে থাকো এই মেয়ে ভালোবাসি
তাইলে of course এসব আমার prank
আমি বাবর ভাই এর শত্রু খেয়ে ফেলি
আমার haters গুলোও এখন fan
আমি প্রতিদিনই প্রতিদিনই প্রতিদিনেই check করি আমার bank
থাকে horny horny horny আমার mam
আমার dress গুলো সব জাপানি আর ১৫ হাজার খাইলো pant
আমার মুখের ভাষা হলো Thugganese আমায় করবে ওরা একদিন ban
আমার gang ছাড়া আমি ballin' আমার stranger বলে গানে cap

[Chorus]
আছে কানে একটা earring, 50k পকেটে, মেয়েরা আমার জাপানি
তুমি চলে যাবে আমাকে ছেড়ে আমি এটা কখনো ভাবিনি
গেছে অনেক মানুষ আমায় ছেড়ে ব্যথা পেয়ে তখনও থামিনি
আমি অনেক লোকের ভিড়ে থাকার পরে তোমার মূল্য আমি মাপিনি
আছে কানে একটা earring, 50k পকেটে, মেয়েরা আমার জাপানি
তুমি চলে যাবে আমাকে ছেড়ে আমি এটা কখনো ভাবিনি
গেছে অনেক মানুষ আমায় ছেড়ে ব্যথা পেয়ে তখনও থামিনি
আমি অনেক লোকের ভিড়ে থাকার পরে তোমার মূল্য আমি মাপিনি

BALLIN Q&A

Who wrote BALLIN's ?

BALLIN was written by ALV33.

Who produced BALLIN's ?

BALLIN was produced by Arik Ahmed.

When did ALV33 release BALLIN?

ALV33 released BALLIN on Wed Nov 06 2024.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com