Awaaz Utha by HANNAN & SnareByt
Awaaz Utha by HANNAN & SnareByt

Awaaz Utha

HANNAN

The music player is only available for users with at least 1,000 points.

Download "Awaaz Utha"

Awaaz Utha by HANNAN & SnareByt

Release Date
Thu Jul 18 2024
Performed by
HANNAN
Produced by
SnareByt
Writed by
HANNAN

Awaaz Utha Lyrics

[Intro: Sheikh Mujibur Rahman]
এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো
মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন শা আল্লাহ

[Chorus: HANNAN]
আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো? আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা? আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো? আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা? আওয়াজ উডা বাংলাদেশ

[Verse: HANNAN]
আমরা বলে রাজাকার কয় দি দেশের রাজাকার
ছাত্র আওয়াজ না উডাইলে দেশের ভিত্তে হাহাকার
গদিত বইসে স্বৈরাচার কত কিছু সইয়া আর
তর position টিক্কা থাকবো কত ভাই ক মইরা আর?
নামসি বুকে পতাকা, দেশ বেচতাসোস কয় টেকা?
সিলেট যহন ডুইব্বা গেসে পানি আইসে কই থেকা?
আবু সাঈদরে গুল্লি করলি order দিলো কই থেকা?
এবার রাস্তায় লাখো সাঈদ কইলজা থাকলে ঠেকাগা!
আমার বইন যে মাইরা দিলি তর ঘরের টা মারতি তুই?
তর না দেইক্ষা মাইরা দিলি নিজের ওইলে পারতি তুই?
হকের কেউ খাইয়া লাইলে এমনে কি আর ছাড়তি তুই?
একটা মারবি দশটা পাডাম আর কয়ডারে মারবি তুই?
শহিদ হইলো আবু সাইদ এরপর গেলো আসিফও
রাফি গেলো তারও পরে গেলো ওয়াসিম আদনানও
সোনার বাংলা রয়া যাইবো সোনার ছেলে বাদ্দা গো
কাপুরুষ এর পরচিয় তগো কইলজা রাখসি মাপ দা গো
ছাত্র ছাড়া লীগ হয় নাই তর লীগের কামডা ঠিক হয় নাই
স্বাধীন বাংলা কইসে খালি বাংলা আর স্বাধীন হয় নাই
দেশ টা যে কারো বাপের একা ওর বাপে কয়া যায় নাই
হের বাপে যা কইরা গেসে ওর ভিত্তে এডি রয়া যায় নাই
যেউ বুকে কালকে medal ঝুলবো ওই বুকে আজকে গুল্লি ক্যা?
কথা হইলো মুর্দার দেশে ন্যায় এর আওয়াজ তুলবি ক্যা?
৫২'র টা ভুলতারি নাই ২৪-এর টা ভুলবি ক্যা?
শিক্ষার মাজা ভাঙবি তাইলে স্কুল-কলেজ খুললি ক্যা?
বাংগালী ত বোকা ভাই আমরা পায়ে পায়ে ধোঁকা খাই
এত বছর চুইস্যা খাইসোস পরের পাঁচেও তরে চাই
ঘরের সন্তান যে ঘরে নাই এই চিন্তা আপায় করে নাই
কত ঝড় যে আইলো গেলো চেয়ার আপার লড়ে নাই
না কোন লীগের আমরা না আইসি কোন দলেরতে
নামসি রাস্তায় কাফন মাথায় টাইন্না আনুম তলেরতে
সাইদ আমি গুল্লি লমু হাসি মুখে নলেরতে
Student গো আওয়াজ দাবা command আইসে দলেরতে

[Chorus: HANNAN]
আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো? আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা? আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো? আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা? আওয়াজ উডা

[Outro: ]
জয় বাংলা, জয় বাংলা
স্বাধীন করো, স্বাধীন করো
বাংলাদেশ স্বাধীন করো
বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো

Awaaz Utha Q&A

Who wrote Awaaz Utha's ?

Awaaz Utha was written by HANNAN.

Who produced Awaaz Utha's ?

Awaaz Utha was produced by SnareByt.

When did HANNAN release Awaaz Utha?

HANNAN released Awaaz Utha on Thu Jul 18 2024.

Your Gateway to High-Quality MP3, FLAC and Lyrics
DownloadMP3FLAC.com