Bangladesh’s national anthem interpolates the first ten lines from Rabindranath Tagore’s “Amar Sonar Bangla”. Rabindranath wrote “Amar Sonar Bangla” in 1905 during the partition of Bengal to give hindsight on how the division of Bengal would affect British East India Company and to objectify Bengal’...
[Chorus]
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 1]
চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস আমার প্রাণে—
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 2]
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে—
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
ও মা, অঘ্রানে তোর ভরা খেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 3]
কী শোভা, কী ছায়া গো!
কী স্নেহ, কী মায়া গো!
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে
[Verse 4]
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মরি হায়, হায় রে—
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন—
ও মা, আমি নয়ন জলে ভাসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
Amar Shonar Bangla (Bangladesh’s National Anthem) was written by Rabindranath Tagore.
Amar Shonar Bangla (Bangladesh’s National Anthem) was produced by Rabindranath Tagore.
Rabindranath Tagore released Amar Shonar Bangla (Bangladesh’s National Anthem) on Fri Sep 01 1905.