[Verse 1: Ankan Kumar]
না এলো না
সে থাকে কার ভরসায়
এ কথা যায়
বাতাসে মিশে যায়
সে আসে না
থাকে না শত বারণে
দরজায় দাঁড়িয়ে থাকা দায়
না গেলো না
আর আশা রাখা গেলো না
এ ব্যথা যায়, আঁধারে সে মিলায়
সে জানে না, মানে না কোনো কারণে
জানালায় দাঁড়িয়ে থাকা দায়
[Pre-Chorus: Ankan Kumar]
যদি বিরহ থাকে আমিও থাকি
কে বলো শেষ হবে আগে?
কেন যে এত ভালোবাসা মরে যায়
শুধু সময় মনে রাখে
[Chorus: Ankan Kumar]
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
(আর)
[Verse 2: Ankan Kumar]
সে থাকে কার ভরসায়
এ কথা যায়
বাতাসে মিশে যায়
সে আসে না
থাকে না শত বারণে
এ দরজায় দাঁড়িয়ে থাকা দায়
[Verse 3: Modernotaku]
আমি একা হয়ে বসে আছি
বিরহিত মনের সূক্ষ্ম হাসি
আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে
জানি আসবে না তো আজ
অসমাপ্ত গল্প লিখে যাই আমি-তুমি
তোমার ভালোবাসা আমি চাইনি
[Instrumental Break]
[Verse 4: Ankan Kumar]
এখনো হয়নি রাত, আকাশে কত যে তারা
দেখো না তুমি আর, আমিও যে দিশেহারা
এখানে বরষা কেবলই ভোরে যে আসে
ডাকে না কেউ যখন, থাকে না তোমারই পাশে
[Bridge: Modernotaku]
এ একাকী মনের স্থিরতা তুমি
টেনে এনো আমার গান
মনের গহীনে শুধু তোমারই রূপ
বাতাসে যদি দাও কান
[Chorus: Ankan Kumar]
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
(আর)
Long Distance Love | Coke Studio Bangla was written by Ankan Kumar & NAOHA.
Long Distance Love | Coke Studio Bangla was produced by Shuvendu Das Shuvo & Coke Studio Bangla & Arnob.
Ankan Kumar released Long Distance Love | Coke Studio Bangla on Wed Sep 10 2025.